Video4Change Impact Toolkit

Video4Change Impact Toolkit

[fusion_builder_container hundred_percent=”no” equal_height_columns=”no” menu_anchor=”” hide_on_mobile=”small-visibility,medium-visibility,large-visibility” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”center center” background_repeat=”no-repeat” fade=”no” background_parallax=”none” parallax_speed=”0.3″ video_mp4=”” video_webm=”” video_ogv=”” video_url=”” video_aspect_ratio=”16:9″ video_loop=”yes” video_mute=”yes” overlay_color=”” video_preview_image=”” border_size=”” border_color=”” border_style=”solid” padding_top=”” padding_bottom=”” padding_left=”” padding_right=””][fusion_builder_row][fusion_builder_column type=”1_1″ layout=”1_1″ background_position=”left top” background_color=”” border_size=”” border_color=”” border_style=”solid” border_position=”all” spacing=”yes” background_image=”” background_repeat=”no-repeat” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” margin_top=”0px” margin_bottom=”0px” class=”” id=”” animation_type=”” animation_speed=”0.3″ animation_direction=”left” hide_on_mobile=”small-visibility,medium-visibility,large-visibility” center_content=”no” last=”no” min_height=”” hover_type=”none” link=””][fusion_text columns=”” column_min_width=”” column_spacing=”” rule_style=”default” rule_size=”” rule_color=”” hide_on_mobile=”small-visibility,medium-visibility,large-visibility” class=”” id=””]

A ToolKit to produce impactful advocacy videos.

With the abundance of tools for video production and distribution online, like other video activists and journalists, I was confused and nonchalant about the power of video advocacy. Reading the Video4Change Impact Toolkit I realised the importance and the impact of video advocacy. I could reconfirm my position and responsibilities about advocacy after studying it.

I recall my initial social commitment to producing multimedia content on social issues. It inspired me to be a media activist instead of becoming a geologist in 1996, and I changed my career track. My belief was that a video has immense power to bring change to social problems as an active media and advocacy tool.

When I started filming, there was limited access to the camera, editing, technology, and distribution, especially in a country like Bangladesh. Within the limited access, I produced videos for organizations like AVcom, Drik and Bangla Rights devotedly as much as trying to add values on human rights development. I was highly motivated with the powerful public motivations expressed in videos; which helped me to establish my own studio, ‘ Machizo Multimedia’ in 2005.

I am familiar with the term ‘Video For Change’ activism since 2003. I met Sam Gregory of Witness at the Television for Education – Asia Pacific (TVEAP) event in Singapore. He presented me with a book titled ‘Video For Change’. His voice still inspires me to produce something new and good.[/fusion_text][/fusion_builder_column][/fusion_builder_row][/fusion_builder_container][fusion_builder_container hundred_percent=”no” hundred_percent_height=”no” hundred_percent_height_scroll=”no” hundred_percent_height_center_content=”yes” equal_height_columns=”no” menu_anchor=”” hide_on_mobile=”small-visibility,medium-visibility,large-visibility” status=”published” publish_date=”” class=”” id=”” background_color=”rgba(102,102,102,0)” background_image=”” background_position=”center center” background_repeat=”no-repeat” fade=”no” background_parallax=”none” enable_mobile=”no” parallax_speed=”0.3″ video_mp4=”” video_webm=”” video_ogv=”” video_url=”” video_aspect_ratio=”16:9″ video_loop=”yes” video_mute=”yes” video_preview_image=”” border_size=”” border_color=”” border_style=”solid” margin_top=”” margin_bottom=”” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=””][fusion_builder_row][fusion_builder_column type=”1_1″ layout=”1_1″ spacing=”yes” center_content=”no” link=”” target=”_self” min_height=”” hide_on_mobile=”small-visibility,medium-visibility,large-visibility” class=”” id=”” background_image_id=”” background_color=”” background_image=”” background_position=”left top” undefined=”” background_repeat=”no-repeat” hover_type=”none” border_size=”” border_color=”” border_style=”solid” border_position=”all” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” margin_top=”0px” margin_bottom=”0px” animation_type=”” animation_direction=”left” animation_speed=”0.3″ animation_offset=”” last=”no”][fusion_vimeo id=”https://vimeo.com/326759419″ alignment=”left” width=”” height=”” autoplay=”false” api_params=”” hide_on_mobile=”small-visibility,medium-visibility,large-visibility” class=”” css_id=”” /][fusion_text columns=”” column_min_width=”” column_spacing=”” rule_style=”default” rule_size=”” rule_color=”” hide_on_mobile=”small-visibility,medium-visibility,large-visibility” class=”” id=””]

 

[/fusion_text][/fusion_builder_column][/fusion_builder_row][/fusion_builder_container][fusion_builder_container hundred_percent=”no” equal_height_columns=”no” menu_anchor=”” hide_on_mobile=”small-visibility,medium-visibility,large-visibility” class=”” id=”” background_color=”” background_image=”” background_position=”center center” background_repeat=”no-repeat” fade=”no” background_parallax=”none” parallax_speed=”0.3″ video_mp4=”” video_webm=”” video_ogv=”” video_url=”” video_aspect_ratio=”16:9″ video_loop=”yes” video_mute=”yes” overlay_color=”” video_preview_image=”” border_size=”” border_color=”” border_style=”solid” padding_top=”” padding_bottom=”” padding_left=”” padding_right=””][fusion_builder_row][fusion_builder_column type=”1_1″ layout=”1_1″ background_position=”left top” background_color=”” border_size=”” border_color=”” border_style=”solid” border_position=”all” spacing=”yes” background_image=”” background_repeat=”no-repeat” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” margin_top=”0px” margin_bottom=”0px” class=”” id=”” animation_type=”” animation_speed=”0.3″ animation_direction=”left” hide_on_mobile=”small-visibility,medium-visibility,large-visibility” center_content=”no” last=”no” min_height=”” hover_type=”none” link=””][fusion_text columns=”” column_min_width=”” column_spacing=”” rule_style=”default” rule_size=”” rule_color=”” hide_on_mobile=”small-visibility,medium-visibility,large-visibility” class=”” id=””]

Media has a big power to change society by reporting on human rights worldwide. Every day we watch many videos on social media and some of them can nudge our emotions. However, most of them scratch the surface on the core issues. People or organisations upload a lot of videos on social media sites, many of them are just junks, have no purpose.

The emerging digital video production, filming on the cellphone, and online distribution sites have given birth to many video producers and citizen journalists. Through this toolkit, they can establish a powerful vision, an objective aim, and purpose for what they are doing. With effective research and distribution techniques, their online videos may play a more powerful role in social change.

Nowadays, the camera, editing, and distribution tools have developed a lot. We can carry them in a pocket, we can edit quickly online – which we could not imagine before the year 2000.

From the ‘Video for Change’ kit, like me, the video journalists and video advocates may get a lot of inspiration. It is not a ‘How to Kit’, but it has covered all the essential issues. It can give confidence; from idea to research, production to distribution and evaluation, to be a good video journalist and activist.

The kit can help one reconstruct own vision at this new media and social media age. I will recommend my team members at Machizo, and also my students at ULAB and friends to use it.

Thanks to EngageMedia and ‘Video4Change’ Network  for publishing this effective Toolkit.

[/fusion_text][/fusion_builder_column][/fusion_builder_row][/fusion_builder_container]

রোগের নাম ফেইজবুক

রোগের নাম ফেইজবুক

রোগটার ভালো দিক অনেক! সহজে, স্বল্প খরচে যোগাযোগ করা যায়।! নিজের ঢোল নিজেই বাজানো যায়। লজ্জ্বা না পেয়েও, খরচাপাতি না করেও তামসা করা যায়।

তবে অতিমাত্রায় বিচরণ, অনে‍্যর আপডেটের ব‍্যাপারে কুতকুতানি, মাদকাসক্তির মতোই খারাপ! মাদকাসক্ত ব্যক্তিরা ঝুঁকিপূর্ণ আচরণ করেন, ভুল বা বাজে সিদ্ধান্ত নেন। গবেষকগণ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত মানুষও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত বেশি নেন।

কাজের জন‍্য ফেইজবুক ভালো, তবে মানসিকভাবে ফেসবুকের ওপর নির্ভরশীল না থাকাই শ্রেয়।

‘ফেইজবুকের পরিমিত ব‍্যবহার’ কাজটা শুরু করা যেতে পারে – মোবাইলে ফেইজবুক অ‍্যাপস না রাখা! ইন্টারনেট কানেকশন না রাখা! রাখলেও নুটিফিকেশন অফ করে রাখা! আর আমার মত রুটিন মোতাবেব, দিনে ২-৩ বার ব‍্যবহার করা। প্রয়োজন ছাড়া নিউজফিড না পড়া, অনে‍্যর টাইম লাইনে গোয়ান্দাগিরি না করা!

আর অনে‍্যর সাফলে‍্য-আনন্দে কষ্ট না পাওয়া! অনে‍্যর দুঃখ দেখে খুশী না হওয়া! সুপিওরিটি-ইনফিউরিটিতে না থাকা! হিংসা না করা! এতে আবেগ শুদ্ধপথে চলে, ফেইজবুকে গরম করবো না!

যাইহোক, এখনই লাগাম ধরার সময়। নইলে, যে ভাবে আশক্তি বাড়ছে; কাজ-কাম না করে, লেখাপড়া না করে, অনেককেই হয়তো অকর্মণ্য হয়ে যাবে! রাস্তায় রাস্তায় ‘ফেইজবুকিং ভবঘুরে’ বেড়ে যাবে! স্মার্টফোনে ‘এপ্রোভ প্রফাইল’ দেখিয়ে ভিক্ষা মাগবে! মোড়ে মোড়ে হয়তো, নতুন মানসিক ডাক্তারের সাইনবোর্ড পাদূর্ভাব হবে,
– ‘ফেসবুক রোগ বিশেষজ্ঞ’,
স্বপ্নমূলে‍্য অতি আসক্তির সহজ সমাধান!

প্রবাসে ধর্মের অতি তাপ!

প্রবাসে ধর্মের অতি তাপ!

জঙ্গিবাদে জড়িয়ে পড়া বাংলাদেশি তরুণী- মোমেনা সোমাকে ৪২ বছরের কারাদণ্ড দিয়েছে অস্ট্রেলিয়ার আদালত। ( নিউজ লিঙ্ক )

ধর্মের অতি তাপে যারা দগ্ধ, যারা নিজের সাথে সাথে অন‍্যকেও উত্তপ্ত করতে চান, বিশেষ করে প্রবাস জীবনে; তারা অনুগ্রহ করে সর্তক থাকবেন! কোনটা ধর্ম, কোনটা অধর্ম না বুঝে – ফাকিস্তানী ষ্টাইলে ‘মসজিদ-মন্দিরে-প্রগোডায়’ দৌড়াবেন না! নিজে পূর্ণ ধার্মিক ও সভ‍্য না হয়ে, অন‍্যকে বানানোর ব‍্যর্থ চেষ্টা করা ঠিক না!

‘পৃথিবীর সকল মানুষকে’ মালাউন বানিয়ে ফেলবো! মুসল বানিয়ে গোসল করিয়ে দিব! পৃথিবীর সব ফুলকে লাল টকটকে বানিয়ে – ‘ সারা দুনিয়াকে লাল স্বর্গ’ বানিয়ে দিব; এ মিথ‍্যা আবেগ যেন আমাদেরকে অন্ধকার ঘরে বন্ধ না করে!

ধর্ম ও অধর্ম বাছাই করার সহজ উপায়- ‘বিশ্ব মানবাধীকার সনদের ৩০টি ক্ষুদ্র অধ‍্যাদেশ, সূত্র’! এর চালুনিতে যে মতবাদ ও ধর্ম টিকবে – সেটা সভ‍্য ধর্ম, আধুনিক! আর যেটা টিকবে না – সেটা অধর্ম, আদিম, অসভ‍্যতা!

[ ১. বিশ্ব মানবাধীকার ঘোষনাপত্রের (বাংলা) :
২. অনে‍্যর অধিকারগুলো সহজে বুঝার জন‍্য এই ভিডিওটা সুন্দর ]

অতি সোয়াবের আশায়, ধর্ম প্রচারের নেশায়, আবেগে আবেশিত হয়ে; বিদেশের আইন না-জেনে, না-মেনে, না-বুঝে; অনে‍্যকে হালাল খাওয়ানো, বিদেশীদের হালাল বানানো চেষ্টা পরিতাজ‍্য! বিদেশের মাটিতে! গলা দাবড়ানো আগে – নিজের গলার ফ্রিকোয়েন্সি পরীক্ষা একান্ত জরুরী!

জাপান, ইউরোপ, আম্রিকা সহ সব উন্নত ও সভ‍্য দেশগুলোতে আইন অতিশক্ত! পিতলামী, ধর্মপ্রীতি, ঘুষ-দূনীতি, স্বজনপ্রীতি-তদরির বিদেশের আইনে চলে না! যে কোন সময়- তুচ্ছ ঘটনায়; মাইনকা চিপায় পইড়া যাইতে পারেন- যে কোন সৎ-অসৎ বন্ধু!

ফটো ক্রেডিট: অষ্ট্রেলিয়ান এসোসিয়েট প্রেস

কাওয়াসাকি’র কান্না!

কাওয়াসাকি’র কান্না!

কাঁদতে কাঁদতে আমার হৃদয় পাথর! ভালোবাসাহীন! আমার পাষান হাতে রক্ত দেখে, জানি তোমারা সবাই আমাকে আজ চেন, ঘৃণা করবে! আমি অপরাধী! খুন করেছি! খুন হয়েছি ৫১ বছর!

সবাই আমাকে খুন করেছো! ভালোবাসোনি! ভেবেছ- আমি তোমাদের কেউ নই, এক অপ্রত‍্যাশিত ঝামেলা! একাকিত্বে আমার হৃদয়, ছেলেবেলা থেকে ক্ষতবিক্ষত! কেউ আমার সঙ্গে একটু কথা বলনি, কেউ আমার কথা শুননি!

এই দুনিয়ায় আমার কেউ নেই! মা স্কুলে যাবার আগে কখনো পোষাক পড়িয়ে দেয়নি! পিতা কখনো আমাকে আইক্রিম কিনে দেয়নি। ভাই-বোন কেউ খেলেনি! নেই! আমি এক অদ্ভুত এতিম!

জন্ম হলো! পিতা-মাতা আমাকে ত‍্যাগ করলো! তাদের সঙ্গে আমার একটি ছবিও নেই! বড় হলাম দাদীর ঘরে। দাদা-দাদীও কখনো আমার সঙ্গে ছবি তোলেনি। অথচ চাচা-জেঠার ঘরে, পিসতু ভাই-বোনের হাসিভরা কত ছবি। তাদের জীবনে কত সুখ, কত ভালোবাসা! অথচ কেউ আমার সঙ্গে প্রাণ খুলে হাসতো না! সবাই যেন আমাকে পরাজিত দেখে খুশী হতো!

দাদী আমাকে ভাত দিয়েছে ঠিকই; কিন্ত প্রতিটি দানা’র জন‍্য- প্রতিদিন খোটা খেয়েছি। আমি যেন ভাত খাইনি কখনো, পাথর খেয়েছি! তার দেয়া পোষাককে আমার মনেহতো, বন‍্য সরীসৃপের চামড়ার তৈরী কাপড়, আদরহীন! শাসনের অতি তাপে-চাপে; বুকের গহীনে সব সময় উনুনু জ্বলতো! বকা-ঝকার ভয়ে কাতর থাকতাম!

বাবা-মা মিথ‍্যা আবেগে, যৌনক্ষুধায় উদ্রান্ত হয়ে সংসার ভাঙ্গলো! আমাকে ত‍্যাগ করলো! নতুন সংসার পাতলো! ছেলের কোন খবর নেয়নি কেউ কোন দিন!
– কি খাই? কি পরি? কোথায় থাকি? কি আমার ভবিষৎ? কখনো তারা ভাবেনি। অদৃশে‍্য মিশে গেছে তারা!

জীবনের প্রতিটি দিন কেটেছে আমার অবচেতনে, অমনোযোগে। বাঁচার প্রতি আগ্রহের একটি আঙ্কুরও গঁজাতে পারেনি হৃদয়ে। পড়তে চেয়েছিলাম কারিতাসে, ইন্টারন‍্যাশনাল স্কুলে! দিদিমা খোটা দিলেন,
– কে তোর হাতীর খরচ দিবে, হারামজাদা?

চাচাতো ভাই-বোনেরা কারিতাস স্কুলে গেল! আমি গেলাম সাধারণ স্কুলে! প্রতিদিন পিসতুদের সাথী হয়ে স্কুলে যাই! পথে আমি বিভক্ত হয়ে চলে যাই – প্রাইমারীতে আর ওরা কারিতাস! আমিও তো ওদের মতো হতে চেয়েছিলাম!

আমার হৃদরের হাহাকার, ভালোবাসার পিপাসা, বেঁচে থাকার চিৎকার, বড় হবার আগ্রহ কেউ শুনেনি কোনদিন! ঐ সুন্দুর স্কুল আমাকে প্রতিদিন রুদ্র করেছে, কুঁড়ে কুঁড়ে খেয়েছে আমার ভবিষত! জাগিয়েছে হিংসার হুঙ্কার, না পাওয়ার কষ্ট! আমি ঐ স্কুলে যেতে পারিনি, কাউকে যেতে দিব না!
– এই দেখ, আমার হাতে- আমার রক্ত! কেউ আমাকে থামাতে পারবে না!

এ বলে কাঁদতে কাঁদতে, ছুড়ি চালিয়ে শিক্ষার্থীদের আঘাত করে ছেলেটি! এক সময় মাটি লুটিয়ে পড়লো। হাত থেকে পড়ে গেলে ধারালো চাকু, অশ্রুধারা! হাউমাউ আহারাজি করে,

– আমার মতো, কোন সন্তান যেন পিতা-মাতা ছাড়া বড় না হয়! কারো হৃদয় যেন ভালোবাসাহীন না থাকে! কারো অন্তরে যেন পশুর হিংস্রতা জেগে না উঠে!

কাউসাকি বাসষ্টপে সাত-সকালে স্কুলগাশী শিক্ষার্থীদের লাশের সারি দেখে সবাই হতবাক! পুলিশ আসলো! তদন্ত শুরু হলো! সতি‍্যই পুলিশ তার অতীতের কোন ছবি খুঁজে পেল না! খোঁজে পেল না ভালোবাসার খাতা! খুনের রহস‍্য উৎঘাটনে তদন্ত চলছে!

বি.দ্র.: কাওয়াসাকি অঘটনের খলনায়ক ‘রয়োচি আইওয়াসাকি’র কাল্পনিক ভাষ‍্য!

—-
নিগাতা, জাপান
৩০ মে, ২০১৯

বউ আমার এনসাইক্লোপেডিয়া!

বউ আমার এনসাইক্লোপেডিয়া!

অনেক টাকার বই কিনছি বলে বউয়ের থমকের ভয়ে আছি! বল্লম উত্তর ঠিক করে রেখেছি, ধমক দিলেও বলবো,
– বাংলাদেশে বিয়া করলে, কত যৌতুক-টৌতুক পাইতাম! রাজমহল-টাজমহল, বাড়ি-টারি, কোন কিছু তো পাইলাম না ! সবাই নাকি পায়! ভেবে ছিলাম, জাপানি বিয়া করলে – এক লাফে ‘বিলিয়নিয়ার’ হয়ে যাবে ! সেই আশাতে তো চিকন-বালি দেখছি! কয়কটা বই কিনলাম, তারজন্য এত কথা?
🤣🤣🤣

যাক, এখনো কোন ধমক আসেনি!

কাজ না করে, এদিক-সেদিক করে, সহজে ধন অর্জন মানুষের সহজাত স্বভাব! এই স্বভাবটা আমার নাই! কাজ না করে, ফাঁকি দিয়ে রোজগার- আমি মনেকরি- দূনীতি, অপরাধ! ক্লাইন্ট না চাইলেও, আমি নিজ থেকেই বেশী কাজ করে দেই! হয়তো এই কারণেই আমি ক্লাইন্টপ্রিয়! সবাই আদর করে!

তবে সহজে জ্ঞান অর্জন করার স্বভাবটা আমার আছে! বড় বড় বই না পড়ে, ভিজু‍্যয়াল ও রিভিউ পড়ে, সহজে জটিল বিষয় বুঝার প্রীতি আমার আছে। বিশেষ করে বিজ্ঞান ও দর্শন বিষয়গুলো! আর এই কারণেই- এনসাইক্লোপেডিয়া মার্কা জানলেওয়ালা মানুষের সঙ্গে আমার খাতির করার স্বভাবটা প্রবল। যার কাছে শিখতে পারবো- যে গাভী দুধ দিবে, সেই গাভীর লাথি খাইতে আমি রাজি আছি! অপ্রত‍্যাশিত ঝক্কি-ঝামেলা হলেও, আমি জ্ঞানী ও দক্ষ বন্ধুদের সঙ্গ ত‍্যাগ করি না !

অতি প্রশ্ন করা শিশুদের স্বভাব! আমার বেলায় স্বভাবটা, বিশ্ববিদ‍্যালয়ে পড়ার পর্যন্ত ছিল! অনেক বই ও এনসাইক্লোপেডিয়া হাতের কাছে পেয়ে, প্রশ্ন করার স্বভাটা একটু কমে ছিল! আজো মনে আছে – জাহাঙ্গিরনগরের সেন্টাল লাইব্রেরীতে ঘন্টার পর ঘন্টা এনসাইক্লোপেডিয়া পড়া, পাতা উল্টানোর সেই স্মৃতি!
সবজান্তা ইন্টারনেট প্রবেশের পর, ২০০১ সাল থেকে- সেই স্মৃতির উপর অবহেলার মোটা স্তর পড়েছে! প্রায় ভুলেই গিয়েছিলাম!

দ্রুত বড় বড় বই পড়ার কৌশলটা আমি শিখেছিলাম, স্বামী বিবেকানন্দের জীবনী থেকে। উনি নাকি বইয়ের শব্দ বা লাইন পড়তেন না । পাতা পড়তেন। বইয়ের পাতা উল্টিয়েই উল্টিয়েই বুঝতেই কি লেখা আছে তাতে। এই ডিজিট্যাল যুগে অধিকাংশ ইন্টারনেটের পাঠকই অবশ্য বিবেকানন্দের মত – প্রতিদিন চোখ বুলিয়ে শত শত ওয়েবসাইট, পোষ্ট, লেখা পড়ে। তবে কতটুকু শেখে ও মানে সেটা নিয়ে প্রশ্ন আছে!

১৯৯৬ এ এমএসসি পাশের পর বন্ধুদের সাথে সাথে এনসাইক্লোপেডিয়া পড়ার সুযোগ হারালাম। ২০০৩ সালে বিয়ের পর- বউকে প্রশ্নের পর প্রশ্ন করে বুঝলাম!
– বউ আমার এনসাইক্লোপেডিয়ার জাপানি ভার্সন! যা জিগায়, তার সৎত্তোর পাই! অতি ব‍্যস্ততার মাঝেও বার বার প্রশ্ন করলে, বউ একটু বিরক্ত হয়ে, হেসে উত্তর দিয়ে বলতো,
– আমি কি আপনার এনসাইক্লোপেডিয়া?

আমার অনেক দিনের স্বপ্ন, এনসাইক্লোপেডিয়ার সিরিজ কেনা। কিন্তু মনে হতো- বিশাল এই সিরিজটা শুধু টাকার খরচ করে কেনাই হবে, পড়া বেশী হবে না। আমার ধানমন্ডির বাড়িওয়ালার ড্রয়িং রুমের আলমারীতে এনসাইক্লোপেডিয়ার বিশাল সিরিজ দেখে হিংসা করতাম। একদিন ভাড়া দিতে গিয়ে বাড়িওয়ালীকে বললাম,
– আপনার অনেক জ্ঞানী মানুষ! অনেক বই পড়েন?

হেসে বাড়ী ওয়ালি হেসে বলে,
– পড়া লেখার সময় কি আছে? এনসাইক্লোপেডিয়া গুলো আপনার ভাই কিনেছে! আড়াই লাখ টাকা দিয়ে! কখনো একটা পাতাও উল্টাতে দেখিনি! কৌলিন‍্য!

২০০৮ সালে, পুত্রের জন‍্য, থাইল‍্যান্ডে ‘বিজ্ঞান বিশ্বকোষ’ কিনতে গিয়ে অসাধারন কিশোর-বিশ্বকোষের সিরিজের সন্ধান পেয়েছিলাম! বইয়ের দোকানে কয়েকটা দ্রত দেখে অনুভব করেছিলাম- বিষয় বুঝের জন‍্য, শিশু-কিশোরদের এনসাইক্লোপেডাই যথেষ্ট!

১১ বছর অপেক্ষার পর অবশেষে- স্বপ্ন পুরণ হচ্ছে! গত সপ্তাহে লিষ্টের ২য় কিস্তিটা কিনলাম। ‘People & Culture’, ‘ Environment’, ‘Geology -‘Space’, ‘Ocean’ বইগুলো সত্ত্বর আসবে।

প্রতিদিনই Amazon থেকে বই আসছে, দেখে বউ বলে,
– এত বই কিনছেন কেন?

ভয়মাখা মুচকি হেসে বললাম,
– জ্ঞানের পিপাসাটা একটু মিটাতে চাই!

বউ বাঁকা চোখে তাকিয়ে বলে,
– পিপাসা? মিটান! বেশি করে পানি খান!

আমি প্রসঙ্গ হালকা করার জন‍্য বললাম,
– মরে তো যাবো, একটু জেনে-শুনে শান্তিতে মরতে চাই!
– বুঝলাম! বই কিনছেন, কিনেন। আমি ষ্টেটমেন্ট দেখেছি! অনেক কিনেছেন, ৩০ হাজারের উপর যেন না যায়! তাহলে খাবার-সদাই বন্ধ!

আমি কোন কথা না বলে, মাথা নীচু করে- জি, জি করছি! আমার নীরবতায় সে বুঝেছে – আমি ভয়ে আছি। ‘ডাল মে কুচ কালা হে!’

কতক্ষন তাকিয়ে থাকার পর বলে,
– ঠিক আছে কিনেন! শর্ত, আমাকে আর কোন বিষয়ে আর প্রশ্ন করতে পারবেন না ! আমি আপনের বউ, এনসাইক্লোপেডিয়া না!

Note: I like to read subjectwise handbooks and encyclopedia to recap the knowledge and understanding.

মিলনযাত্রা

মিলনযাত্রা

একটি সুরিয়ালিষ্টিক ছোটগল্প।
——————

আকাশ থেকে ঐ দূর পাড়াড়ের চূঁড়ায় নেমে আসে এক অশরীরি! মাথায় তার আলোকিত অরা! গায়ে শুভ্রতা! দূর থেকে ডাকছে,
– হে তানসি, একটু দাঁড়াও! আমি আসছি। ভয় পেও না!

নিঘুম এই ভয়ার্ত গভীর রাতে, অপ্রত‍্যাশিত ডাকে – তানসির ভয়ের মাত্রাটা আরো বেড়ে যায়! এখন আর একাকিত্ত্বের শোক নেই! প্রতিটি লোম দাঁড়িয়ে আছে! গায়ে চিমটি কেটে তানসি চেতন পরীক্ষা করে!

দোতলায় তানসির শোবার ঘর থেকে স্বর্ণদ্বীপের পুরো দিগন্ত দেখা যায়! ঠিক পাহাড়ের প্রান্তসীমা পর্যন্ত! তাদের বাড়ির পর মাঝে কোন ঘরবাড়ি নেই! শুধু ফসলের মাঠ!

জোসনা রাত! সুনশান নীরবতা। জোসনা রাতে আকাশে পাখী উড়ে কিনা, দেখতে গিয়ে – তানসির এই মহাবিপদ! ইচ্ছা থাকার পরেও দরজা বন্ধ করতে পরছে না! অশরীরি যদি পিছন থেকে আসে, ক্ষ‍্যাঁপে আক্রমন করে। হাত-পা কাঁপতে থাকলেও, সাহসীর ভাব নিয়ে, তানসি সবকিছু দেখেও না দেখার, শোনেও না শোনার ভান করে, দাঁড়িয়ে থাকে! তানসি শুনেছে,
– ভূত বা অশরীরিরা ক্ষ‍্যাঁপে গেলে নাকি বেশী ক্ষতি করে!

বিজ্ঞান পড়ুয়া, তানসির ভূতে বিশ্বাস নেই, তারপরও চারদিকের আলো পরীক্ষা করে! আলোর অনেক কমতি! মেঘ গুলো বারবার চাঁদমূখ ঢেকে দিচ্ছে! জোসনা যেন একবার নিভে, আরেকবার জ্বলে!

দেখে সত‍্যিই আলোক দেহটি আস্তে আস্তে, অদ্ভুদ শব্দ করতে করতে কাছে আসছে! জানলার পাশে, ফুল গাছের কাছে আসতেই তানসি আর কিছুই দেখতে পায় না! ভয়ে চোখ-মুখ চরক গাছে! ভয় আর ধূয়া চারদিক যেন গ্রাস করে ফেলেছে! হঠাৎ লাফ দিয়ে অশরীরি আলোকদেহটি তানসির শরীরের ভিতর ঢুকে পড়ে। ভয়ে তানসি জ্ঞান হারিযে ফেলে! ক্লান্তদেহে ঘুমিয়ে পড়ে মেঝেতেই! স্বপ্নে দেখে এক শুদ্ধপুরুষ বলছে,
– কাকে ভয় পাচ্ছে? আমি তো তুমি! অন‍্য কেউ নই! তোমার সঙ্গে থাকবো না তো কার সঙ্গে থাকবো?

উষার আলো চোখে পড়ে তানসির ঘুম ভাঙ্গলো। অপূর্ব এক নতুন অনুভূতিতে জানালার পাশে দাঁড়াতেই দেখে, গাছে অপূর্ব সাকুরার সমারোহ। হৃদয়ে কোন ভয় নেই! চারদিক যেন স্বর্গ! শুদ্ধতা! জীবনটা যেমন দরকার ছিল – ঠিক তেমনই হয়ে গেছে! নীরবতার ভাষায় সম্মতি দিতেই আনন্দে অশ্রু গড়িয়ে পড়ে! ভালোবাসা আর মিলনে পুরো সত্ত্বা আবেশিত হয়ে যায়! হৃদয়ে বেজে উঠে পূর্ণতার গান!