হে মানুষ! আজো কত কিছু অজানা!

মানুষ হয়ে মানুষকে না জেনে মরে যাবো, এটা তো ঠিক না।
এনসাইক্লোপেডিয়ার পড়ার শখ থেকে, প্রকাশের ৩ মাস আগেই আমি আমাজনে ‘Peoeples and Places’ বইটি বুকিং দিয়ে রেখেছিলাম।

বইটি গত পরশু হাতে পেয়ে আনন্দে আত্নহার হয়েছিলাম! এখন পড়ছি – সারা দুনিয়া কত রকমের মানুষ! কত রকমের কালচার! কত অজানা রহস‍্যময় জায়গা! ভাবতেই অবাক লাগে! মন নানান রঙের ফুলে সাজানো বাগানে চলে যায়!

বিশ্ববিদ‍্যালয় শেষছে ২৪ বছর আগেই, কিন্তু লেখাপড়া রয়ে গেছে। আমি ভূ-বিজ্ঞানের ছাত্র। তারপরও পছন্দের বিষয়গুলো নিয়ে আমার প্রবল আগ্রহ ছাত্রজীবন থেকেই, যা আজো প্রবল । সাহিত‍্য, মিডিয়া, আরকিওলজি, কালচারাল এনথ্রোপলজি, জিওগ্রাফি, সরকার ও রাজনীতি আমার খুবই প্রিয়। প্রায়শ – বন্ধুদের বলতাম, জিওলজি’র পরির্বতে এসব বিষয়ের একটি যদি পড়তাম, লেখাপড়া আমার অনেক আনন্দের হতো।

সুযোগ পেলে; বিষয় গুলো পড়ুয়া বন্ধু বিপু, জিয়া, রুপম, আখের, শরীফ, আমিন প্রমুখের রুমে চলে যেতাম। ওদের পাঠ‍্য বই পড়তাম। আর পড়শি বিভাগ হওয়াতে, ক্লাসের ফাঁকে- ‘প্রত্নতত্ত্ব’ বিভাগের লাইব্রেরী ছিল আমার প্রিয় পড়ার স্থান! আমি বিষয়গুলোকে জীবন, জিওলজি, জ্ঞান-বিজ্ঞান ও সাহিতে‍্যর সঙ্গে মেলানো চেষ্টা করতাম! যা আমার মনন ও চিন্তাকে অনেক গভীর সমৃদ্ধ করেছে।

August 27, 2019