দূর পরবাস জাপান

একটি সুন্দর বই পড়লাম! নাম- ‘’দূর পরবাস জাপান”! লিখেছেন- জাপান প্রবাসী সাংবাদিক ও লেখক, ‘কাজী ইনসানুল হক’!

একটানা পড়ে ফেলার মত বই! সমসাময়িক ঘটনাবলীর পাশাপাশি, ছবিসহ জাপানের নানান বিষয়ে বিচিত্র অভিজ্ঞতা ও মতামত স্থান পেয়েছে ২৩২ পৃষ্টার এই বইয়ে। ৫২টি বিষয়ের রিপোর্ট ও কলাম গুলো পূর্বে সংবাদপত্রে প্রকাশিত হলেও – সংবাদের ‘সময়ের সীমাবদ্ধতাকে’ অতিক্রম করেছে।

লেখাগুলো প্রবন্ধের ‘তন্ময় ও মন্ময়’ গুনের যৌথ মিলনে অসাধারণ; সাহিতে‍্যর গুণে গুণাম্বিত! সবচেয়ে ভালোলেগেছে লেখকের মাতৃভূমি- বাংলাদেশের প্রতি ভালোবাসার টান। ২৮+ বছর জাপানে প্রবাসী জীবন-যাপন করলেও লেখক বাংলাদেশকে একটুও ভুলেননি! বরং দেশান্তরি হওয়ায় হৃদয়ের টান যেন আরো বেড়ছে, প্রতি লেখায় তা সুস্পষ্ট!

সহজ ভাষা ও প্রকাশে বইটি সুপাঠ‍্য! বইটি পড়ে আমি তৃপ্ত ও আনন্দিত। আশাকরি লেখক তার লেখনি সচল রাখবেন, আরো সুন্দর সুন্দর বই প্রকাশ করবেন।

বইটি দাম ৫০০ টাকা! সুন্দর কভার ও কাগজের বইটি দাম আন্তজাতিক পাঠকের জন‍্য বেশী না হলেও, দামের কারণে হয়তো বাংলাদেশের পাঠকেরা কিনতে একটু দ্বিধা করবেন।

বইটি প্রকাশ করেছেন – পাললিক সৌরভ। অসাধারণ বই উপহার দেয়ার জন‍্য লেখক ও প্রকাশক দু’জনকেই ধন‍্যবাদ।

February 26, 2019