প্রবাসে ধর্মের অতি তাপ!

জঙ্গিবাদে জড়িয়ে পড়া বাংলাদেশি তরুণী- মোমেনা সোমাকে ৪২ বছরের কারাদণ্ড দিয়েছে অস্ট্রেলিয়ার আদালত। ( নিউজ লিঙ্ক )

ধর্মের অতি তাপে যারা দগ্ধ, যারা নিজের সাথে সাথে অন‍্যকেও উত্তপ্ত করতে চান, বিশেষ করে প্রবাস জীবনে; তারা অনুগ্রহ করে সর্তক থাকবেন! কোনটা ধর্ম, কোনটা অধর্ম না বুঝে – ফাকিস্তানী ষ্টাইলে ‘মসজিদ-মন্দিরে-প্রগোডায়’ দৌড়াবেন না! নিজে পূর্ণ ধার্মিক ও সভ‍্য না হয়ে, অন‍্যকে বানানোর ব‍্যর্থ চেষ্টা করা ঠিক না!

‘পৃথিবীর সকল মানুষকে’ মালাউন বানিয়ে ফেলবো! মুসল বানিয়ে গোসল করিয়ে দিব! পৃথিবীর সব ফুলকে লাল টকটকে বানিয়ে – ‘ সারা দুনিয়াকে লাল স্বর্গ’ বানিয়ে দিব; এ মিথ‍্যা আবেগ যেন আমাদেরকে অন্ধকার ঘরে বন্ধ না করে!

ধর্ম ও অধর্ম বাছাই করার সহজ উপায়- ‘বিশ্ব মানবাধীকার সনদের ৩০টি ক্ষুদ্র অধ‍্যাদেশ, সূত্র’! এর চালুনিতে যে মতবাদ ও ধর্ম টিকবে – সেটা সভ‍্য ধর্ম, আধুনিক! আর যেটা টিকবে না – সেটা অধর্ম, আদিম, অসভ‍্যতা!

[ ১. বিশ্ব মানবাধীকার ঘোষনাপত্রের (বাংলা) :
২. অনে‍্যর অধিকারগুলো সহজে বুঝার জন‍্য এই ভিডিওটা সুন্দর ]

অতি সোয়াবের আশায়, ধর্ম প্রচারের নেশায়, আবেগে আবেশিত হয়ে; বিদেশের আইন না-জেনে, না-মেনে, না-বুঝে; অনে‍্যকে হালাল খাওয়ানো, বিদেশীদের হালাল বানানো চেষ্টা পরিতাজ‍্য! বিদেশের মাটিতে! গলা দাবড়ানো আগে – নিজের গলার ফ্রিকোয়েন্সি পরীক্ষা একান্ত জরুরী!

জাপান, ইউরোপ, আম্রিকা সহ সব উন্নত ও সভ‍্য দেশগুলোতে আইন অতিশক্ত! পিতলামী, ধর্মপ্রীতি, ঘুষ-দূনীতি, স্বজনপ্রীতি-তদরির বিদেশের আইনে চলে না! যে কোন সময়- তুচ্ছ ঘটনায়; মাইনকা চিপায় পইড়া যাইতে পারেন- যে কোন সৎ-অসৎ বন্ধু!

ফটো ক্রেডিট: অষ্ট্রেলিয়ান এসোসিয়েট প্রেস

June 6, 2019