করোনাকালের পুলসিরাত পার হচ্ছি! এইবারের মত বোধহয় বেঁচে গেলাম।
হে বিশ্বাসীগণ জেনে রাখ –
শেষ বিচারের দিনে কেউ যে বিনা বিচারে পার পাবে না, কেউ হেল্প করবে না, বুঝে আন। সবাই নিজের আমলনামা নিয়ে, নিজকে পার করতে দৌড়ের উপর থাকবে, ঠিক করোনাকালের মতো।
আমলনামা ঠিক না থাকলে, খুন-খারাপি, যুদ্ধ-বিগ্রহ, হত্যা-ধর্ষন, বউ পিটানো, জামাই পেদানো, পরসম্পদ পরনারী হরণ, এক কথায় ‘বিশ্ব মানবাধীকার সনদ- লঙ্ঘন করে, বহু বিবাহ করে, সর্বহারা খেদিয়ে দুই নম্বরি করলে; সাধুসন্ত, নবী-রসুল, রথি-মহারথি কেউ পার পাবে না। সেদিন ধর্মরাজ হবেন ‘কাঁহার’! শতভাগ ন্যায় বিচারক! অতএব সাধু সাবধান!!
কাউকে ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে, হিংসা শিখিয়ে, গ্রুপিং করে, ত্রাস-সন্ত্রাস-দূনীতি করে, বকধার্মিক সেজে আত্নতুস্তিতে থাকার চেষ্টা করবেন না । দুই কাঁধে কিন্তু দুই এঞ্জেল – ‘মুনকার ও নেক্কির’ নিয়মিত ভিডিও ফ্লিম করছে । সেইদিন সব কর্ম – হলিউডের সিনেমার মত চকচকে, ঝকঝকে প্রিন্টে সবার সামনে প্রদর্শিত হবে।
শাস্তি তো পরের কথা – ধর্মরাজের সমানে নিজের ব্লু-ফিল্মটা নিজে দেখে কি সেদিন কি শরম পাবেন না? অতএব যতদূর সম্ভব ভালোবাসো, নিজের সুকর্মে রুমান্টিক সিনেমা বানাও। এতে নিজের ও অন্যের সহজ মুক্তি হবে। শেষদিনে সিনেমাও চলবে স্ব-গৌরবে।