কেউ যেন পিছে পড়ে না থাকে।

আমি ধনী হওয়ার পক্ষে, গরীব থাকার বিপক্ষে ! সবাই সুস্থ, সুষ্ট ও সুন্দর ভাবে জীবন যাপন করুক, এর জন‍্য অথর্ ও সম্পদ দরকার । কিন্তু সম্পদ যেন অংঙ্কার, শোষন, শাসন ও অন‍্যের মাথার উপর ছড়ি ঘুরানোর কারণ না হয়।

পঁজিবাদী দেশ হওয়ার পরও জাপানে নিম্নবিত্ত নাই বললেই চলে ।  এখানে প্রায় সবাই মধ‍্যবিত্ত ও কেউ কেউ উচ্চবিত্ত, কিন্তু বাহিরে প্রকাশ নেই। ফলে মানবাধীকার বহুলাংশে সুরক্ষিত। অন‍্যের ভাগ‍্য ও জীবন পরিচালনা করার ফুসরত, তথাকথিত ভালো-মানুষ গণ পায় না বলেই চলে।

বাংলাদেশে ঠিক এর উল্টোটা ! গাড়ী, বাড়ি, বংশ, সাটিফিকেট ও ব‍্যাংক ব‍্যালেন্স ‍কৈলন‍্যের প্রকাশ । ফলে সমাজে অতি আদরে লালিত হচ্ছে ৬টি শ্রেণী অতিদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত, মধ‍্যবিত্ত, বিত্তশালী ও উচ্চবিত্তশালী। যা সামাজিক সর্ম্পকগুলোকে অস্থির করে তুলছে। সম্পদের সুসম বন্টনের চেয়ে, অথর্ের সুসম প্রবাহ ও অজর্নের সুযোগ দরকার। সম্পদ, বংশ ও পদের কারণে কারো বেশী সুবিধা পাওয়া ঠিক না। এটা বন্ধ না করতে না পারলে – সুশাসন ও সুশীল সমাজ গঠন দিন দিন আরো কঠিন হয়ে উঠবে।

বাংলাদেশ এ ব‍্যপারে জাপান, স্ক‍্যাডিনেবিয়ান ও ওয়েলফেয়ার দেশগুলোকে অনুসরণ করলে অল্পসময়ে, সহজে সুফল পেতে পারে!…

সম্পকর্িত ভিডিও লিংক –
Welfare State: https://www.youtube.com/watch?v=Jv3hMfTTCfY
Social Justice: https://www.youtube.com/watch?v=rtBvQj2k6xo

 

January 19, 2016