সো‍স‍্যাল মিডিয়ায় সফলতার মহাসুত্র
 সোসাল মিডিয়ার দাপটের যুগে – কাজ ও আনন্দের সময় বের করা ৭ মহাসুত্র
 
১. অতি আবেগের প্রশমনের জন‍্য শুধু ব‍্যস্ত সময়ে ফেইজবুক ও সোসাল মিডিয়া ব‍্যবহার করা
( দুপুরে হলে ভালো! সকালে ও রাতে বা ঘুমানো আগে পরিতাজ‍্য ! এতে কাজ ও ঘুম হারাম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে!)।
২. অপরিচিত ও ভারচুয়াল বন্ধুদের আপডেট না পড়া, লাইক-কমেন্টস ও শেয়ার না দেয়া!
৩. প্রয়োজন ছাড়া অন‍্যের টাইমলাইনে ঢু না মারা! বন্ধুরা রাগান্বিত বা হিংসা করতে পারে, বা আমার অংহকারের দাপট বেড়ে যেতে পারে – এমন পোষ্টিং এড়িয়ে চলা!
৪. স্মার্ট ফোন থেকে সোসাল মিডিয়া এপস ডিলিট করে দেয়া । ব‍্যবহারের পর লগ আউটে থাকা ও নিদ্দিষ্ট বন্ধু ব‍্যতিত সবার জন‍্য মেসেঞ্জার অফ করে রাখা!
৫. শুধুই কম্পিউটারে ই-মেইলো বিকল্প হিসাবে সোসাল মিডিয়া অর্থাৎ ফেইজবুক-টুইটার-ইউটিউব ব‍্যবহার করা!
৬. অপরিচিত – যেমন, সাক্ষাৎ হয়নি, কাজে লাগবে না বা লাগার সম্ভাবনা নাই এমন কুতুবদের বন্ধু বানিয়ে জিলাপির প‍্যাঁচে না প্রবেশ করা!
৭. সোসাল মিডিয়া দিয়ে দুনিয়া পরির্বতন, বিশ্বখ‍্যাত ও বিলিয়নিয়ার হওযার স্বপ্ন না দেখা! বই ও সংবাদপত্র পড়ার লাভ ও স্বাদ নেয়ার চেষ্টা না করা।
( যত বেশী ব‍্যবহার করবেন জুকারমিয়া, গুলল মিয়ার তত লাভ! আপনার তত ক্ষতি…)
 
এই সাতসুত্রের বাস্তবায়নের পরে – কাজ করে, বই পড়ে, আড্ডা মেরে, ছেলে-মেয়ে, বয়ফ্রেন্ড-গার্লফেন্ড, চাচা-চাচি, জেঠা-জেঠি, শশুড়-শাশুড়ি প্রমুখের সঙ্গে হৈ-হুল্লা করে, ভালোবেস, আনন্দ-ফূর্তি করে সময় শেষ করতে পারবেন না!
 
সুন্দর সুন্দর বইয়ের বন‍্যায় আপনার টেবিল আবার সায়লাব হবে!
 
সোসাল মিডিয়ার সঠিক ব‍্যবহারের মহাসুত্র বাস্তবায়নের লাইনে আমি আছি! আমার সঙ্গে আপনিও বিনা পয়সায় যোগদান করতে পারেন। দেখি কত দূর যায়। গত ৫ বছর ধরে আইফোন ও স্মার্টফোন আমি ব‍্যবহার করি না বললেই চলে! বেশী সময় অফ করে রাখাতে নষ্ট হইয়া গেছে।
“বাইচা গেছি”…
 
“অনেক শান্তি নিজের ঘরে, খুঁজে বেড়াবো না অন‍্যর ঘরে!” এ স্লোগান সফল হোক!
 
বৎসগণ, পরোচিত হবেন না, বেশী বেশী সোসাল মিডিয়া ব‍্যবহার করে নাজাত পাবেন না!
সাধু-সন্তের লাইনে আসুন! সাঁইজে কইছে, ‘সময় গেলে সাধন হবে না!…’ সময় নষ্ট করবেন না, প্লিজ!
 

I am the person of NEW MEDIA. But I love to restore my position as that of OLD MEDIA to create time for joy, happiness, and works. This decade, the digital media has been developed tremendously, however making us unnecessarily busy. I think media-development until 2007 is enough for communication and human rights development.

August 2, 2017