ফুলের সৌরভ নিন, গোলাপফুল মার্কায় সিরাজ ভাইকে ভোট দিন!
গোলাপ দিয়ে পারফিউম হয় জেনেছি, টুথ পেষ্ট হয় তা জানা ছিল না! ‘রোজি মিন্ট’ নামে টুথপেষ্ট গত সপ্তাহে আমাদের বাসায় নতুন অতিথি হয়ে এসেছে।
পারফিউমের আঠায় ও গন্ধে মুখ ভরে যায় কিনা – প্রথম প্রথম এ ভয়ে ব্যবহার করতে চাইনি। পরে, পুত্র ‘কওনের’ অনুরোধে মুখে দিলাম ।
– সত্যিই অসাধারন গন্ধ ও কোয়ালিটি! আমার প্রিজোডিস ভেঙ্গে গেছে!
মানুষের পকেট থেকে টাকা নেয়ার
পুঁজিবাদীদের কত কৌশল না আর দেখুম! চারদিকে হরেকরকম পণ্যে ছাড়াছড়ি!
– কোন ছাইড়া কোনটা ধরি!
জাপানীরা চরম পুঁজিবাদী ও ব্যবসায়ী হলেও একুট ভিন্ন ধরণের! অস্বাভাবিকতাকে মেইনষ্ট্রিমে এনে নতুন সেবা ও সৃজনশীলতার সাথে ব্যবসা করতে এরা পছন্দ করে। নতুন ও দামী জিনিষ কিনে, পকেটের টাকা গেলেও, ঠকার ভয় নাই এখানে; যেমনটা আছে চাইনিজ এবং অন্যদেশের পণ্যে ও সেবার ক্ষেত্রে!
– জাপানী পণ্য কিনে হও ধণ্য! ( হাচা কথা )
লিংকস্// http://sksoap.co.jp/rosymint/index.html