“ঈদ তার জন্য স্বার্থকর যে ঈদের দিনেও কাজ করে!” – হয়রত ওমর (রাঃ)
_______
সেই হিসাবে আমার ঈদ স্বার্থকর।
‘রেডিও বাংলা ওয়েভ’ অনলাইন রেডিও প্রকাশের কাজ করছি। জাপানে থাকার কারণে কুলাকুলির ব্যস্ততা কম! ট্রাফিক ও যোগাযোগের ঝামেলা নাই। অনলাইনে সব কাজ দ্রুত এগুচ্ছে, আজই কাজটির প্রধান অংশ শেষ করতে হবে। কারণ মানুষ অনলাইনে শুনছে ও দেখছে!
‘রেডিও বাংলা ওয়েভ’ ঢাকা থেকে প্রচারিত একটি অনলাইন রেডিও। বাংলার ঐতিহ্য, সংস্কৃতি, উন্নয়ন ও জীবনধারা সারাবিশ্বে তুলে ধরাই এর উদ্দেশ্য!
বিখ্যাত রেডিও ব্যক্তিত্ব, উন্নয়নকর্মী সাইফুদ্দিন সবুজ এই তত্ত্বাবধানে ‘রেডিও বাংলা ওয়েভ’ ( www.radiobanglawave.com ) নিয়মিত অনুষ্ঠানমালা প্রচার করবে। আমি ও মাচিজো টিম ওয়েব ডিজাইন, লাইভ ও অনলাইনের ব্যাপার ব্যাবস্থাপনায় থাকবো।
এটি ‘রূপান্তর’, ‘প্রকৃীতি ফাউন্ডেশন’, ‘অনামিকা ট্রাষ্ট’ ও ‘সিওআই’ এর একটি যৌথ উদ্যোগ।