রাক্কুল সাধু, একজন বহেমিয়ান! আবহমান বাংলার মুখ, মুদ্রার অন্য পিঠ! দেখা হয়েছিল তার সাথে, কমলাপুর রেল ষ্টেশনে!
ঝুলিতে তার ময়লা কাপড় আর ঝরে পড়া চুলের জট! জটওয়ালা এই সাধুর সঙ্গে কথা বলার চেষ্ঠা করেছিলাম। এমন এলোমেলো বাক্যে কথা বলেছিল বুঝা মুস্কিল। নাম জিজ্ঞাসা করলাম, একেবার একেক নাম বলে। যখন বললাম, হাতে এত আংটি কেন?
বললেন, তার রিয়াংসাং রোগ আছে। এক সাধু তাকে আংটি পড়তে বলেছিল, তাই পড়ে…
বাড়ীর কথা জিজ্ঞাসা করলে বলে, বাড়ী আমার মিশর, বাংলাদেশের ২২-১০ রংপুর-দিনাজপুর। এখন এখানে! ক্ষুধা লাগলে, খাবার ছাড়া কারো কাছে কিছু চায় না । প্রথমে কথা বলতে চায়নি। আমার অতি আগ্রহে কথা বললো, ভিডিও করতে দিল। খাবারের জন্য যেচে আমি টাকা দিলে খুশী হয়েছিল।