ইন্টারনেট, সোস্য্যাল মিডিয়া, ফেইজবুক, ইউটিউব ইত্য্যাদি যেমন যোগাযোগে সুবিধা ও বিপ্লব এনেছে; তেমনি আবেগীয় অতিরিক্ত ব্য্যবহারে জীবনে নানাভাবে ‘অযথা ব্যস্ততা’, ‘সুপিরিওরিটি-ইনফিউরিটি’, হিংসা-বিদ্বেষ, মূল্যবান সময়ের অপচয়, সিডিওল-নষ্ট, কলহ, অন্যকে লেং-মারা, সম্পকর্র্ে টানাপোড়ন নানান অপ্র্রত্যাশিত ‘ঝামেলাও এনেছে। এই অল্প বয়স্ক দুরন্ত মিডিয়াটি আমাদের ‘এইগেলো- সেইগেলো’ বলে দৌড়ের উপর রেখে হয়রানি করছে। আমি নিউ মিডিয়া ব্যবহারের বিপক্ষে নই, ভালোভাবে ইফেক্টিভলি ব্যবহারের পক্ষে! সতি্যই এ নিয়ে আমাদের সকলের সচেতন হওয়া জরুরী – নইলে উপকারের চেয়ে ক্ষতিই বেশী হবে।
এবিষয়ে ইউনাইস্কো সম্প্র্রতি ‘মিলক্লিস্’ (Milclicks) প্র্রাচারোভিযান চালু করেছে। আসুন আমরা সবাই সঠিক ভাবে মুক্তগণমাধ্যম ইন্টারনেট এবং মাল্টিমিডিয়া ব্যবহার করি। নিজের ও অনে্যর জীবন ও ভাবনাকে সুন্দর করি।
এই লিংকের ( http://thelamp.org/top-10-movies ) মুভি গুলোর মিডিয়া সুশিক্ষা সম্পকের্র্ আপনার চেতনা জাগ্রত করতে পারে । মিডিয়ার সঠিক ব্যবহার, সোনালী সেই দিনগুলোর স্মৃতি আপনাকে স্বস্তি ও শান্তি দিবে আশাকরি