বাংলাদেশে পুলিশ বা সেনারা কাউকে কাছে যেতে ডাকলে এখনো প্রায় সবার পিলা কেঁপে উঠে! আমিও ভয়ে জড়সড় হয়ে যাবো, “কি আবার করলাম, কোন বিপদেই না পড়ি”…ইত্যাদি মনে হওয়াটাই স্বাভাবিক! কিন্ত জাপানে আমার উল্টো অভিজ্ঞতা হলো! সাদোর সাগর তৈরী বিশাল যুদ্ধ জাহাজ দাড়িয়ে আছে, দেখে ভয়ে প্রথম সামনে এগুতে চাইনি, কাচুমুচু করছিলাম! নৌবাহিনীর সদস্যগণ কাছে ডাকলো, সাদরে আমন্ত্রণ জানালো! কাছে গিয়ে বুঝলাম, কিছু একটার প্রদশর্নী হচ্ছে।
সেনারা জাহাজে সাধারণ মানুষকে স্বাগত জানিয়ে, বুঝাচ্ছে কিভাবে তারা জাহাজ চালায়, জাহাজে কি কি আছে, কিভাবে সমরাস্ত্র নিক্ষেপ করে শত্রুকে ঘায়েল করা হয় ইত্যাদি ! সঙ্গে পুত্র-কন্যা ছিল, তাই ভয়ে আস্তে আস্তে কমে গেল। নৌসেনারা তাদের এ্যাপন-টুপি পড়িয়ে বাচ্চাদের ছবি তুলতে উৎসাহ দিল। আমিও তুললাম, কিন্তু যুদ্ধে ব্যবহৃত শান্তিধর মোটর-বাইকে চড়ে! সবচেয়ে ভালো লাগলে ভয়ঙ্কর সব সমরাস্ত্র ( স্ম্ভবত মিসাইল) মাঝে সৈনিকদের অতিনরম ব্যবহার! দুই দেশের দুই আচারে আমি অবাক। জাপানের মতো বাংলাদেশে যদি এমনটা হতো কতই না ভালো হতো। জনগন ও আইন-শৃঙ্খলা বাহিনীর মাঝে দূরত্ব কমে যেত!