ভালোবাসাই জীবন, জীবনই ভালোবাসা - Shahjahan Siraj
ভালোবাসাই জীবন, জীবনই ভালোবাসা

গত দুই শতক ধরে জ্ঞান বিজ্ঞান আর সভ্যতার যেমনি উন্নতি হয়েছে, তেমনি সারা দুনিয়াতে মানুষ মুখামুখি হয়েছে নানান রকমের অস্বাভাবিকতার। স্নায়ু যুদ্ধ থেমে গেলেও শান্তি আজো প্রতিষ্ঠিত হয়নি। প্রতিষ্ঠিত হয়নি ভালোবাসায়সিক্ত বিশ্বপরিবার। আছো দেশে যু্দ্ধ চলে, মনে মনে যুদ্ধ চলে, মানুষে মানুষে হানাহানি চলছে, ধর্মের নামে চলছে অধর্ম চর্চা। মানুষ যেন নিজের ভালো নিজেই চায় না। সবসময় আমরা ভালোভাসা কামনা করলেও কেন আমরা কাঙ্খিত ভালোবাসা পায়না ? কেন আমরা ভালোবাসতে পারি না?

October 2, 2011