মানবদেহ কল্পভূমি, যত্ন করলে রত্ন মিলে

‘মানবদেহ কল্প-ভূমি, যত্ন করলে রত্ন মিলে ।’ বাউল দর্শন ও জীবনযাপনের উপর ‘মাকি কাজুমী’র গাওয়া এই বাউল গানটি জাপানে রের্কড করেছিলাম। আশাকরি আপনারদের ভালো লাগবে। গানটি শাশ্বত বাউল দর্শন সম্পর্কে বিশেষ তথ‍্য বহন করে। গানটির প্রচলিত স্বরলিপি হলো –
” মানবদেহ কল্প-ভূমি
যত্ন করলে রত্ন মিলে ।
ভবে আসার আশা পূর্ণ হবে
শুভযোগে চাষ করিলে || …..

এই জমি তোর চোঁদ-পোয়,
ভগবানের কৃপায় গেল পাওয়া,
মন্ত্র-বীজে নে স্বজে,
গাছ হলে বীজ জন্মে মূলে ॥

September 9, 2016