জাপান ও বাংলাদেশে েভাটােভাটির রীতি; ক্ষমতা পাওয়া নাপাওয়ার বিপরীত সংস্কৃতি!

Japanese leader Bangladeshi cultureএবার একটানা জাপানে বাস করে প্রকৃত জাপানকে বুঝার একটি লক্ষ‍্য আমার আছে! জাপানের স্থানীয় রাজনীতি বিশেষ করে ইলেকশন দেখার বিপুল আগ্রহ আমার ছিল! কিন্তু দূভাগ‍্য গত েরাববার এখনে সংসদ নিবর্াচন হয়ে গেল অথচ টেরই পেলাম না! েচাখে পড়ার মত প্রচার নেই ! গত কয়েক মাস ধরে অবশ‍্য রাস্তার নিদ্দিষ্ট সাইন েবাডর্ / েপাষ্টার লাগােনার স্থানে কয়েকটি েপাষ্টার দেখে ভেবেছিলাম েকান নেতার শুভেচ্ছা েপাষ্টার! ( বাংলাদেশে নিবার্চনের আগে েযমনটা নেতা নেত্রীরা েপাষ্টারে ‘ঈদ েমাবারক’ বা শারদীয় শুভেচ্ছা দিয়ে থাকে ) কিন্তু এগুেলা েয নিবার্চনের েপাষ্টার মনে হয়নি! আমার পরিবার বা প্রতিবেশী কাউকেও েভাট দিতে েদখেনি ( অবশ‍্য সবাই সিটি অফিসে গিয়ে েভাট দিয়েছে ), টিভিেতও নিবর্াচনী প্রচারাভিযান েদখেনি! তাই বুঝতেও পারিনি েভাট কখন হল! আমার অনেক ইচ্ছা ছিল েভাটের ছবি ও ভিডিও েতালার! যাইেহাক অবশেষে নিবর্াচনে জয়-পরাজয়টা জানলাম , প্রথম আেলার অললাইন ভাসর্ন থেকে! অথচ আমােদর বাংলাদেশে নিবর্াচনে কত প্রচার , কত টাকা খরচ, কত মারা-মারি, ধাক্কাধাক্কি, একজনের েভাট আরেকজনে দেয়া, একদলের েলাককে অন‍্যদল রিক্সায় এনে বা চা খাইয়ে েভাটা নেযা ইত‍্যাদি… আমি আমার জাপানী বন্ধুকে জিজ্ঞাসা করে জেনেছি! এখানে মানুষ রাজনীতি নিয়ে খুব বেশী আগ্রহী নন। সবাই যার যার পেশা নিয়ে খুবই ব‍্যাস্ত! অবৈধ ভােব বিখ‍্যাত বা ধনী হওয়ার তদবীর কম! রাজনীতি এখানে অলাভজনক, দূনীতি বা স্বজনপ্রীতি বা উপরি আয়ের েকান সুেযাগ নাই!..যারা আসলেই জনেসেবা করতে চান, তারাই রাজনীতিতে আসেন! তবে মাফিয়া বা দূনীতি েয নাই তা না, কিন্তু ধরা পড়লে সবর্নাশ! আইন আর সমাজের খগর্ ৯০ ডিগ‍্্রী! বাঁচা বা রক্ষার েকান সুেযাগ নেই! অবৈধ লেনদেন হলে মুহুতেই ধরা পড়ে যায়! তাছাড়া মিডিয়া খুবই সজাগ ও েগায়ান্দার মত দায়িত্বশীল! পাশাপাশি – আত্নমযর্াদা েতা আছেই – যার কারণে অনেক আত্নহত‍্যাও ঘটে!

December 17, 2012