জাপানী বন্ধুর ব‍্যবসা ভাবনা ও বোমা সন্ত্রাস - Shahjahan Siraj
জাপানী বন্ধুর ব‍্যবসা ভাবনা ও বোমা সন্ত্রাস

আজ সকালে এক জাপানী বন্ধু বাংলাদেশে ব‍্যবসার কথা বলছিল! আমি বললাম, বাংলাদেশে তো এখন হানাহানি..চট করে সে বলল, ” সমস‍্যা নাই! দরিদ্র তাই এসব করছে। ধনী হলে, শিক্ষিত হবে – সব ঠিক হয়ে যাবে । আমাদের এখনই কাজ করা উচিত, সহযোগীতা করা উচিত! যারা এখন মানুষকে ব‍্যস্ত রাখছে! দারিদ্রতা কেটে গেলে – উন্নত দেশের মত বাংলাদেশেও অশান্তি থাকবে না! সকল অশুভতার ভন্ডামী বিলীন হয়ে যাবে!..তার কথা শুনে আমার স্বপ্ন পুঃজ্জীবিত হল! জাপানে একটি প্রবাদ আছে, “যার খাবার-কাপড়-ঘরের তৃপ্তি আছে, সে সুশীল, মানবিক ও সৃজনশীল হয়। সে নিজে শান্তিতে থাকে, অন‍্যকে শান্তিতে রাখে! …”

বাংলাদেশে বাসে পেট্রোল বোমা-বাজী নিয়ে সারা দেশের মানুষ শঙ্কিত! আমিও জাপান থেকে ভয়ে তঠস্ত থাকি সবসময় – কখন কোন আত্নীয় বা বন্ধু আক্রান্ত হয়! …সাধারন মানুষের উপর আক্রমন যুদ্ধের সময়ও হয় না! এটা যারা করে তাদেরকে যুদ্ধাপোরাধের বিচারের মুখামুখি হতে হয়। কিন্তু বাংলাদেশে এখন অহরহ এটা হচ্ছে! বাংলাদেশের সাধারণ মানুষের উপর এই আঘাত একেবারেই কাম‍্য ও মান‍্য নয়! যারা এটা করছে তাদের স্বাভাবিক বিবেক নিয়ে প্রশ্ন তোলা যৌক্তিক! আমি এই বোমাবাজির সরাসরি বিরোধীতা করি বলে ফেইজবুকের অনেক বন্ধু আমার উপর নাখোশ! আমি তাদেরকে বলেছি, “স্বাথর্পরতায় যারা উন্মাদ, তারাই শুধু অন‍্যকে হত‍্যা করতে পারে ! এটাকে কোনভাবে রাজনৈতিক আন্দোলন বলা যাবে না! এটা সন্ত্রাস, অপরাধ ও মানবাধীকারের চরম লঙ্গন!…”

যারা এই সন্ত্রাসকে সমথর্ন করেন বা ইনিয়ে-বিনিয়ে ন‍্যায‍্য করতে চান, তাদেরকে বলি, ‘স্বাথর্পর দল, স্বাথর্পর গোষ্টী এমনকি স্বাথর্পর ব‍্যাক্তিও শেষ পযর্ন্ত টিকে থাকে না! ধ্বংস হয়ে যায় – পৃথিবীর ইতিহাস তার প্রমান’! প্রতাপশালী মোগল, ইংরেজ, জমিদার, পাকিস্তানী, মুসলিমলীগ, নাজি, হিটলার, ট্রুম্‍্যান, মোসতাক….কেউ টিকে নেই! সবাই স্বাথর্পরতার বানে ভেসে গেছে! ( ভিডিও লিংক )

আজ যারা ক্ষমতায় যাবার জন‍্য এটা করছেন – তাদের ভাবা উচিত ! এই অস্ত্র তাদের উপর ব‍্যবহার হলে কেমন হবে? সাধারণ মানুষ তো তাদের রোষানলে পড়তে পারে না! সাধারণ মানুষ ক্ষ‍্যাঁপে গেলে ইতিহাস কিন্তু পাল্টে যায়! ১৯৭১ তার প্রমান! মুসলিমলীগ যেখানে প্রতাপশালী ছিল – তাদের হটকারীতার কারণে আজ কিন্তু তারা হিরো থেকে জিরো! নেতার সংখ‍্যা তো পরের কথা, দলের সদস‍্য সংখ‍্যা এখন হাতে গোনা যায়! আমার অনেক প্রিয় বন্ধু বিএনপি করে! আমি তাদেরকে ভালবাসি, তাদের কাজ পছন্দ করি! তারা নিশ্চয়ই তাদের দল ও সহকমর্ীকে স্বাথর্পরতা থেকে রক্ষা করবেন! বুঝাবেন…

February 10, 2015