সুপ্রিয় হুমায়ুন আহম্মেদ

একটি নাটকের চরিত্রে জন‍্য সারা দেশে মিছিল হয় প্ৃথিবীতে এর একটাই উদাহরন, হুমায়ূন আহমেদের ‘ েকাথাও কেউ নেই’! মুক্তাগাছায় অনুষ্ঠিত মিছিলের আমিও সেই একজন, “বাকের ভাইয়ের ফাঁসী দেয়া চলবে না, চলবে না….”। একজন লেখক ও নাট‍্যকার কত শক্তিশালী হতে পারেন তার প্রমান, ‘হুমায়ূন আহম্মেদ’! কিেশার সময় আমার অাবেগ থাকতে পারে, কিন্তু এখন বুঝ হয়েছে – ‘একজন লেখক বা শিল্পী তখনই স্বাথর্ক হন যখন সে তার বক্তব‍্যটি দশর্ক/ পাঠকের কাছে পৌছে িদয়ে আেন্দালিত, অনুপ্রাণিত এবং বিষয়ের সঙ্গে একত্ব করতে পােরন। অনেক বাঘা বাঘা সমােলাচক ‘সাহিত‍্য গুণ নেই’ বলে হুমায়ূন আহেম্মদের সমােলাচনা করেন। আমি বলব, উনি প্রকৃত শিল্পী, কারণ – তিনি নিজস্ব প্রদ্ধতি ও নতুন ধারা সৃষ্টি করে স্বাথর্ক হয়েছিলেন। যে কখনও বই পড়ে না তাকে বই পড়িয়েছেন, যিনি টিভি দেখতেন না – তাকে টিভি/ সিনেমা দেখে না তাকে দেখিয়ে ছেড়েছেন। ….’আমি যদি সাহিত‍্যে নবেল কমিটি থাকতাম , তাহলে অব‍্শ‍্যই উনার নামটি প্রথম বলতাম!

July 19, 2012