‘ফসল ভরা ক্ষেত’, পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যের একটি!
( ‘Crop field’ is one of the most beautiful landscape of the planet. )
বাংলাদেশ ও জাপান একই এশিয়ার হলেও, ঈদ ও ধর্ম পালনে ভিন্ন দৃশ্য। এখানে কোন ধর্মের ভিত্তিতে সরকারী ছুটি নাই। কোরবানি ও বলি নাই! স্বাস্থ্য ও পরিবেবেশের বৈজ্ঞানিক নিয়ম মান্য করে গরু-ছাগল জবাই করতে হয়। হত্যা তো পরের কথা, যত্রতত্র পালনেরও অনুমতি নাই। পশু পালনের জন্য বিশেষ খামার ও সেইফটি লাইসেন্স লাগে।
আল্লাহ বা খামিসামা ( জাপানিরা স্রষ্টাকে খামিসামা বলে ) যার নামেই কোরবানি করেন না কেন, নিদ্দিষ্ট স্থানে জবাই করতে হবে। পরিবেশের দুষন হলে- তৎক্ষনাৎ জরিমানা! রাজা-বাদশাহ-মন্ত্রী-এমপি যেই হোক, তাকে আইন ও নিয়ম মানতেই হবে। ক্ষমতার দাপট-তাদবীর-মওকুফ-মাস্তানির কোন সুযোগ নাই। স্বর্গে যাওয়ার জন্য পারাপারি-ধরাধরি-বাহাদূরী নাই। ঘুষ-দূনীতি, চুরি-চামারি করে, অন্যের সম্পদ-সুযোগ ও সম্ভাবনা হরন করে, নিজের পশুত্ব বজায় রেখে বড়বড় পশু কোরবানির রীতি, ধর্মনীতি জাপানিরা বুঝে না!
জটিলতার কারণে প্রতিবারের মতো মায়ের মাধ্যমে এবারও মুক্তাগাছায় কোরবানি দিয়েছি।