জাপান-বাঙলায় ভুমিকম্প !

পৃথিবী সবচেয়ে বেশী ভুমিকম্প হয় জাপানে, কিন্তু মরে সবচেয়ে কম ! কারণ জঞ্জাল কম ও সচেতনতা বেশী। জাপানের বড় বড় শহর গুলোতে যে জজ্ঞাল আছে, তা পরিকল্পিত ও ভূমি বান্ধব! আশ্চযর্ের বিষয় – ভুমিকম্পের সঙ্গে তাল রেখে নাকি ইমারত নড়ে। একই তালে নাচার কারণে ক্ষতি হয় না বলেই চলে। আর স্কুলে প্রথম শ্রেণী থেকেই শেখানো হয় ভুমিকম্প ও দুর্যোগ থেকে সুরক্ষার সহজ কৌশল!

আমি শুনে অবাক হয়েছি – দুযোগ পরিবতর্ি দুযোগ অথর্াৎ ধষর্ন, হত‍্যা, রিলিফ-চুরি, ডাকাতি ইত‍্যাদি জাপানে শুন‍্য! সুনামির সময় নাকি কোন প্রকার হুড়াহুড়ি, ধষর্ন, অপরাধ হয়নি । এর মুল রহস‍্য- স্কুল ও পরিবারে মানবিকতা-সুশিক্ষা! আমাদেরও এমনটা হওয়া অতিব জরুরী! আমি উঁচ দালানবাসী বন্ধুদের জীবন নিয়ে শঙ্কিত! ঢাকা চট্রগ্রাম সহ বাংলাদেশের বড় বড় শহর গুলোতে পাল্লা দিয়ে নকি দিন দিন ঝুঁকিপূণর্ ইমারত-জঞ্জালের সঙ্গে বাড়ছে, সঙ্গে সঙ্গে বাড়ছে একঝারায় ‘সব শেষ’ এর সম্ভবনা। আমি মনে করি, দালানের সঙ্গে সঙ্গে আমরা যদি বাড়ীর সমানে (ছাদে নয়) বাগানের সংখ‍্যা বাড়তে পারি, ঝুকি কমার সঙ্গে সঙ্গে মন প্রফুল্ল হবে! সুখের মাত্রা বেড়ে যাবে!

January 7, 2016