দীঘর্দিন নিয়মিত জাপানে আসা-যাওয়ার কারনে, ছেলে মেয়েরা জাপানী স্কুলে লেখাপড়ার কারনে, আমি জাপানের সরকারী টিভি চ্যানেল NHK ও স্কুলের আনন্দের সঙ্গে শিক্ষামূলক অনুষ্ঠানের সঙ্গে পরিচিত! ১৯৬২ সাল থেকে NHK সকাল ও বিকালে শিশুকিশোরদের উপযোগী করে মাল্টিমিডিয়া, পুতুল ও এনিমেশন ভিত্তিক অনুষ্ঠান প্রচার করে আসছে! অনেকে বলে, আজকের নিয়মতান্ত্রিক জাপনী সমাজ ব্যবস্থার পিছনে মূল ভূমিকা NHK ও জীবন মুখী স্কুল ব্যবস্থা! বাংলাদেশে আমাদের বিটিভি এমনটা করতে পারতো ! আমি যতদূর জানি, জাপান সরকারের শুভউদ্যেগে অনেক বিটিভি কমর্কতারা প্রশিক্ষন ও কািরগরী সহযোগীতা পেয়েছেন! আমাদের বেলায় যেমনটা হয় , তেমনটাই হয়েছে! সবকিছু মনে থাকলেও , নিজেদের কিভাবে উন্নতি করতে হয় – সেই আসল কাজটা ভুলে যাই। ( অবশ্য মস্তোফা মনোয়ার কাজ করার চেষ্টা করেছিলেন।… ) অতীত যাইহোক, বতর্র্মানের সঠিক কাজ ভবিষতকে সুন্দর ভােব সাজাবেই, এটাই অাশা! NHK এর অভিজ্ঞতা আমরা কাজে লাগালে তাড়াতাড়ি ও সুন্দর ফল পেতে পারি! NHK এর কয়েকটি ওয়েব ঠিকানা হল –
http://www.youtube.com/user/NHKonline | http://www.nhk.or.jp/e-tele | http://www3.nhk.or.jp/nhkworld/