ন‍্যাড়া হওয়ার স্মৃতি

বাপ-বেটা কেউ বেল তলায় যাব না! এই প্রচন্ড শীতের মাঝে পিতা-পুত্র টাকু হয়ে গেলাম! ডাক্তার মিয়ার অভিযোগ – মাথায় পরজীবি বা উকুনের ডিম আছে। মাইক্রোস্কোপে নমুনা দেখানোর পর পুরাপুরি পরিস্কার করতে বাধ‍্য হলাম; আর হাসলাম – ৪৫ বছর পরজীবিতার বুদ্ধি ও ডিম নিয়ে কেটে গেল, আর জাপানী ডাক্তার একদিনও কাটাতে দিল না। বললেন – আজই পরিস্কার করতে হবে ও চিকিৎসা নিতে হবে, নইলে অন‍্যের মাথায়ও সংক্রামিত হতে পারে!

বাংলাদেশে শুনিছি , উকুন নাকি শুধু মেয়েদের মাথায় হয়। কথাটা বৈজ্ঞানিক ভাবে সত‍্য না । পিতা-পুত্রের মাথা মনেহয় উকুন জন‍্য উব্বর্র ও উপযোগী!

সব হারিয়ে রতন পেয়েছি! জাপানে নাপিত খানায় দু’জনের চুল কাটে ৬০০০ ইয়েন ( ৫ হাজার টাকার মত ) লাগে! বউ বাপ-বেটার ন‍্যাড়ে করে দিয়েছে, তাই নাপিত প‍্যাকেট কাটতে পারেনি! একটু প্রশান্তি লাগছে।

January 29, 2016