‘এরাই মারি’ একজন বাংলাদেশ প্রেমী জাপানী সমাজকমীর্ ও রাজনীতি বিদ।
সাদোতে মাত্র চারজন মানুষ বাংলায় কথা বলতে পারে  ১.আমার পুত্র করোনেট, ২. আমার স্ত্রী , ৩. আমি আর ৪. ‘এরাই মারি’ সান!

‘এরাই মারি’ একজন সমাজকমীর্ ও রাজনীতি বিদ। দ্বিতীয় বারের জন‍্য – এবারও তিনি  ডিপুটি মেয়র ইলেকশনে পদপ্রাথীর্ । অসাধারণ জনপ্রিয় মানুষ।  শুধু বাংলা বলার কারণে না – বাংলাদেশে ও পিছে পড়া মানুষের জন‍্য ভালোবাসার কারণে উনাকে আমার খুবই পছন্দ! রাজনীতিবিদ হওয়ার পূবর্ে উনি বাংলাদেশে স্বেচ্ছাসেবক ছিলেন।  গত ২০ বছর ধরে ৮ টি স্কুল চালান । রাজনীতিতে যুক্ত হওয়ার পর থেকে তিনি বাঙলাদেশে তেমন যেতে পারেন না – তবে স্কুল গুলো আজও নিজ সন্তানের মত স্থানীয় এনজিও মাধ‍্যমে চালান । খরচ দেন!

২০১১ সালে আমি যখন ফুকুসিমা থেকে সাদোতে আসি – এটমিক রেডিয়েশন আক্রান্ত শিশুদের এক অনুষ্ঠানে, একজন বাঙালীর মত বাংলায় কথা বলে, আমাকে অবাক করে দিয়েছিলেন। প্রথম দেখাতেই অনেক প্রাণ খোলা কথার মাঝে তিনি বলেছিলেন – আমি কেন এতগুলো স্কুল বাংলাদেশে চালায় জানেন? আমার বিশ্বাস – শিক্ষাই একমাত্র বাংলাদেশকে উন্নত করতে পারে, মানুষের মুক্তি দিতে পারে! ২০ বছর আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ দেখলে – আনন্দে আমার চোখে জল এসে যায়। বাংলাদেশ অনেক এগিয়েছে, আরো এগিয়ে যাবে, আমার স্বপ্ন সফল হচ্ছে…! বাংলাদেশের প্রতি তার অপার ভালোবাসা দেখে সেদিন আমার প্রাণ জেগে উঠেছিল, গহীন হৃদয়ে জায়গা দিয়েছি। আমি এরাই মারি সানের জয় কামনা করি।

Friends in Sado, please cast your vote to Bangladesh lover – Mari Arai (荒井 眞理) san!

April 6, 2016