ছোট বেলা থেকে উত্তরমেরু ও দক্ষিনমেরু দেখার আমার বহুত ইচ্ছা! ফুসরৎ পেলেই এখনো নর্থপোল-সাউথপোলের ছবি দেখি! আর কল্পনা করি – পোলে জিরো সীমানায় হাঁটছি…
বিশ্ববিদ্যালয় খলিল স্যার যখন ‘ফিজিক্যাল জিওলজি’ পড়াতেন তখন তার লেকচার মন্ত্রমুগ্ধ হয়ে শুনতাম। নিজেকে নিয়ে যেতাম স্বপ্নের দেশে!
অবশেষে একটি সুযোগ সৃষ্টি হয়েছে।
দূর্গম আবহাওয়ার ও ভৌগলিক অবস্থানের কারণে; যাওয়ার আগে সুইজারল্যান্ডে প্রায় ৬ মাসের বিশেষ ট্রেনিং নিতে হবে এক ‘মেরু অভিযান’ সংস্থা থেকে।
বেশ মোটা অঙ্কের গ্রান্ড-টাকা-পয়সা পাওযা যাবে। নিরাপত্তা আয়োজনও বৃটিশ অভিযাত্রীদল করবে; তবে জানের ভয় আছে।
৬ মাস বউ-পুলাইপান রাইখ্যা বাহিরে জান-কুরবানী ভ্রমন ঠিক হইবো কিনা, ভাবতাছি!
__________
Antarctica Visit!
There is a possibility to go Antarctica for a geological photography assignment! I am confused to take the 6 months long continuous assignment or not!