জাপানে দারিদ্রতা আছে একথা কোন বাঙালিকে বললে হয়তো চমকে যাবে! আসলে আছে, তবে সর্বহারা নেই! লেভেল ভিন্ন! কেউ কাজ করলে – এখানে দরিদ্র থাকে না ।
তবে ইচ্ছে করেই কাজ না করা- যেমন কুইরা, অলস, ‘ভালো লাগে না’ মানসিক রোগী, ইনটোভার্ট, মদারু-বহেমিয়ান মানুষের সংখ্যা কম না । আসল রুপটা বুঝা যায় না, জাপানিদের হাসি-খুশি বিনয়ী ভাবের কারণে, পরিস্কার পরিচ্ছন্ন পোষাক ভেষভুষার কারণে!
কনবিনিয়েন্স জীবন হওয়ার কারণে, অল্পদাম সহজলভ্য- রামেন-সুবা (স্যুপ নুডুলস্), সেনডিওস-বার্গার ইত্যাদি খেয়ে দিন পার করা যায় বলে- কেউ ক্ষুধার্ত থাকে না; খাবারের জন্য হাত পাতে না। তাই নেটিভ জাপানিদের দরিদ্র বলা যাবে না, টানাটানির মানুষ বলা যায়।
আমার ব্যক্তিগত অভিজ্ঞতা- জিনিষের দাম বেশী হওয়ার কারনে! জীবনের সব সুযোগ ভোগ করার ইচ্ছা-তাগিদের কারণে, বাবা-মা দুইজনকেই কাজ করতে হয় (আমি ছাড়া সবাই তাই করে..)! মানবাধীকার ও অভাবের ভয়ের কারণে – এখানে বাংলাদেশের মত, প্রায় সবার খানসামা-চাকর নাই ! জামিদারী রীতিনীতি নাই! অন্যকে তুচ্ছ-তাচ্ছিল্য করার সুযোগ নাই, কেউ করে না!
‘এদারকা মাল ওদার করে’, ‘কাজ না করে’, মার্কেটিং ও নেটওয়ার্কিং এর তেলসমাতি দেখিয়ে; ঢাকা-লন্ডন-আম্রিকার মত, এখানে সহজে ও দ্রুত ধনী হওযার সুযোগ কম! জাপানিরা রক্ষনশীল ও জাতীয়তাবাদী হওয়াতে, বিদেশীরা তেমন বাও পায় না! দালাল-সৃষ্টি হয় না! এমনকি ঘরের খবর, পরকে বলে না।
জামাই হিসাবে, আর যাইহোক আমাকে তো এখন আর পর মনে করতে পারে না । তাই অনেক কিছুই বলে, বুঝি! তাছাড়া আমার ছেলে-মেয়ে জাপানে লেখাপড়া করছে! আমার খাবার থেকে শুরু করে সবকিছুই এখন নেটিভদের মত! এই রিপোর্টের প্রায় সব তথ্যই সঠিক!
জাপানিরা ‘কি ছিনুরে, কি হনুরে’ আবেগে- বড়গিরি দেখায় না বলে- মন্দ কাজে সহজে ম্যানেজও করা যায় না! আইন ভঙ্গ করে, চুরি-ডাকাতি-দূর্নীতি করে, পার পাওয়া যায় না বলে – অভাবের ব্যাবধানটা বাংলদেশের মত আকাশ-পাতাল নয়! অনেকটা সামাজতন্ত্রিক-গণতন্ত্রের মত!
তাছাড়া – প্রকাশ্য ভিক্ষুকও নেই, টোকাই নেই, কম বেতন ও অধিকার বঞ্চিতদের মিটিং-মিছিল কম বলে, আসল খবর দৃশ্যমান নয়! (তবে মোবাইলে টেক্সষ্ট দেখিয়ে বিদেশীদের কাজ থেকে চেয়ে, মেগে খাওয়া মানুষ আমি পেয়েছি, টোকিও তে)
ভয়ের কিছু নেই; জাপানিরা উদে্যাগী! সমস্যা আর যাইহোক বাংলাদেশে প্রর্যায়ে যাবে না অন্ততঃ ১০০+ বছর।
❤️❤️ তথ্য বহুল রিপোর্টের জন্য মনজুরুল ভাইকে (Monzurul Huq) ধন্যবাদ। 😂😂রিপোর্টটা পড়ে বুঝলাম আমি কেনে এখনো বিলিয়নিয়ার হই নাই!
রির্পোট লিঙ্ক: http://bit.ly/2PgbMsY