ওজিগি/ রুকু
Ojigi お辞儀

The ojigi (bowing in Japan), is a social distance habit of the Japanese, which is mostly saving Japan from community transmission of COVID-19. The world may follow the Ojigi for saving subjects and objects in a social relationship with perfect modestly and respect.

‘ওজিগি’, করোনা মহামারিতে সামাজিক দূরত্ব ও আত্নরক্ষার অপূর্ব কৌশল!

জাপানিরা এ‍্যারাবিয়ানদের মতো কোলাকুলি, চুমাচুমি, জড়াজড়ি করে অভিবাদন জানায় না! এরা সাধারনত পশ্চিমাদের হ‍্যান্ডশ‍্যক, বা ভারতীয়দের মতো করজোড় নমঃস্কারও করে না, করে নিরাপদ দূরত্ব থেকে ‘ওজিগি’, মানে সম্মানের সাথে মাথানত, বাউ। এটা অনেকটা সালাতের হাফ সিজদা, মানে রুকুর সমরূপ!

জাপানিদের হাজার বছরের এ সংস্কৃতি ক্ষমা, ইউনিটি, সম্মান আর ভুলের পর দুঃখ প্রকাশ, সর্বপরি বিনয়কে প্রকাশ করে। জাপানের হাজার বছরের এ আচার, করোনোর এই মহামারিতে সামাজিক দূরত্ব পালনের কাজে লেগে গেল। আরো কাজে লেগে গেল, জাপানিদের বিনয়ের সাথে, নিয়মমত লাইনে দাড়িয়ে জনসেবা ও বাজার করার রীতি, সংস্কৃতি।

আমার মনেহয়, এই কারণেই জাপানে করোনার কমিউনিটি ট্রেন্সমিশন কম! যা বাংলাদেশের একেবারেই উল্টো। বাঙালি যদি জাপানিদের ওজিগি সংস্কৃতি গ্রহন করতে পারে, আমি নিশ্চিত অতিপ্রেম, মানে আত্নকেন্দ্রিকতা কমে যাবে। পাশাপাশি মানুষে মানুষে সম্মিলন আর করোনোর দেহযাত্রা কমে যাবে।

ফটো: জাপানিজ ক্রিয়েশনস্

April 16, 2020