❤️❤️
মানুষ প্রকৃতির অংশ
Human beings are part of nature!
** আইজ গেরামের পোলার, জাপানে গ্রাম-বাসের ১০ বছর পূর্ণ হইলো! বহুত সুখে আছি। গ্রামে বাস করেও; একাধিক গার্ল ফ্রেন্ড, পাগলা পানি বার, ক্যাসিনো (পাচিঙ্কো) আর ডিসকোতে নাচা ছাড়া; জীবনের আধুনিক ও সভ্য কোন সুবিধা থেকে বঞ্চিত হইনি।
আমার শৈশব-কৈশোর বাংলাদেশের গ্রাম ও মফস্বলে কেটেছে। ঘুড়ি উড়িয়ে, সাঁতার কেটে, মাছ ধরে নানার বাড়িতে বাল্য কাল কাটিয়েছি। ২ যুগ ধানমন্ডিতে কাটিয়েছি। প্রকৃতির বিচারে ভালো কেটেছে বাল্যকাল, বিশ্ববিদ্যায়ের জীবন ( সাভারে জাহিঙ্গীরনগরে ) আর সাদো গ্রীণসিটিতে। (ধানমন্ডির ১২/এ তে, লেকের ধারেও খারাপ কাটেনি, তবে বিকেলে, মাথায় রঙিন তেনাপড়া ললনাদের উপদ্রব শেষের দিকে বেড়ে গিয়েছিল)।
যাইহোক, বাকি জীবনটা গ্রামেই কাটাতে চাই! দেখি কি হয়!
🤣🤣 সুখে আছি, সুখে থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো… কি শান্তি ঘরে ঘরে!