হায়রে দুনিয়া

লোকটি উচ্চপদস্থ সরকারী কর্মকর্তা ছিলেন। নিজে ভোগ না করে, এটাসেটা করে, ঢাকায় একাধিক বাড়ি গাড়ি ফ্লাট করেছেন।
উনসত্তর বছর বয়সে, সবাইকে ভূগিয়ে, সকালে করোনায় মারা গেছেন।

ঘরে লাশ রেখে – অশ্রুপাতে রিপরীতে; ছেলেমেয়ে, মেয়ের জামাইয়ের চোখেমুখে লোভ আর আক্রোশের রক্ত। কতক্ষন পর পর বিদেশে নিকট আত্নীয়দের সঙ্গে ফোন করে, সলা-পরামর্শ করছে,
– কে কোন বাড়ি-ফ্লাট পেয়েছে। কোনটা কাকে দিয়েছে, কেন দেয়েছে! কারটা দাম বেশী, কারটা কম দাম ইত‍্যাদি

শেষ বিদায়ের চেয়ে, ‘পাওয়া-না পাওয়ার’ হিসাবটা যেন সবার কাছে মূখ‍্য বিষয়।

July 17, 2021