জাপানে ক্রীসমাস ফ‍্যামেলি পার্টি!

Christmas family party in my small house !
❤️❤️
মেয়ে আমার খৃষ্টান না, কিন্তু যীশুর জন্মদিনের কেক সাজাচ্ছে!
জাপানি কন‍্যাদের মত, ইয়েসামা বলতে সে পাগল, বলে
– তিনি প্রকৃত ভালোবাসার মানুষ ছিলেন !

আমিও ঈশার নামে আজ প্রাণভরে পান করলাম।
মদ না, স্পেশ্যাল স্পার্কলিঙ্ক ক্রিসমাস ডিংক।
বড় মুরগীর রোষ্ট, রোষ্টার বিফ, পিৎজা, কেক ইত‍্যাদি আচ্ছা করে খাওয়ার সাথে সাথে, ড্রিংক্স করে মহামতি আজ যেন পূর্ণ!

ডাইবেটিসের থাকলেও, বেশী খাওয়াতেও আজ বউ চোখ রাঙায়নি দেখতে হয়নি! শুধু কেকের বেলায় বললো,
– আমাকে হাফ দেন। কম খেলে আপনি বেশী দিন বাঁচবেন। আপনার উপকার করছি, দেন!…

দুনুমুনু করে আমিও হেসে-দিলাম আর বললাম,
– প্রতিদিন যদি একজন করে যীশুর জন্ম হতো, পৃথিবীটা কতই না আনন্দের হতো। প্রতিদিন এমন ভালোবাসার আয়োজন হতো!

বউ হেসে কয়,
– সবার ঘরে আছে! আপনার ঘরেও তো ৩ জন আছে, ভালোবাসার অবতার!

December 24, 2019