‘আফটার প্রফেট’ – ‘পয়গম্বরের পর’

‘আফটার প্রফেট’ – ‘পয়গম্বরের পর’ আশিক আকবরের নতুন বই। আশিক আকবর একজন প্রথা বিরোধী কবি ও সৃজনশীল মানুষ। তার মত ‘সব ছেড়ে দিয়ে’ বহেমিয়ান স্টাইলে, ভিন্নধারার সন্তজীবন যাপানের সাহস আমার নেই।

আমরা একই বিদ‍্যালয়, ‘নবারুণ বিদ‍্যা নিকেতনে’র ছাত্র, একই এলাকা ‘মুক্তাগাছা’র মানুষ। তিনি আমার বড়ভাই, বন্ধু। স্কুলে পড়াকালে তার সঙ্গে আমার তেমন পরিচয় ছিল না। তার প্রথম বই প্রকাশের পর, প্রিয় শিক্ষক ‘রাধা মাধব সাহা’ স‍্যারের কাছ থেকে নামটা শুনে ভালোবেসে ছিলাম।

এরপর দুইবার দেখা হযেছে মাত্র। একবার মুক্তাগাছার নতুন বাজারের খালি চা স্টলে, কবি নাসির মামুন আর আশিক আকবেরর সাথে ‘দীর্ঘক্ষণ জো-হুজুর চা আলাপে’ হৃদয়ের সম্পর্ক ঘটেছে। তার সব নতুন ভিন্ন ভাবনার সঙ্গে আমি একমত না হলেও, তার শাশ্বত চিন্তাকে সাধুবাদ জানাই।
তার নতুন কবিতার বই ‘আফটার প্রফেট’, আশাকরি বন্ধুরা কিনবেন ও পড়বেন। মূল‍্য মাত্র ১৫০ টাকা।
গ্রামবাসী কবি এখন অসুস্থ। নিশ্চিত টাকার দরকার, যদিও বলেন না। পাশাপাশি বইটি কিনলে, গ্রামের পোলার হাতে কিছু টাকা যাবে। ভবিষতে আরেকটি সুন্দর বই প্রকাশে আগ্রহী হবেন। তার বইটি সম্পর্কে কবি ‘আশিক আকবর’ নিজে লিখেছেন।

আমার
একশ রকম কবিতা
বইটির 90% কাজ কমপ্লিট। এখন শুধু
আফটার প্রফেট
বা পয়গম্বরের পর
বইটির আর কিছু অর্ডার হলেই নতুন বইটি প্রকাশ করতে পারি। একশ এক রকম কবিতা হবে ই-বুক।
আফটার প্রফেট
বা পয়গম্বরের পর
অর্ডার করুন। পৃথিবীর একটি ব্যাতিক্রমই কবিতা ধর্মী বইয়ের গর্বিত মালিক হোন।
এর প্রচলিত মূল্য 150/-
সর্বহারা মূল্য 100/500/1000/-
যে কোনো মূল্যের অর্ডার করুন।
পূর্বে যারা বইটি নেবেন বলে অঙ্গীকার করেছেন। তাদের তালিকা তৈরা করা আছে, দ্রুতই সবার কাছে বই পৌঁছে যাবে।
আ . আ
22/9/21
—–
যোগাযোগের লিঙ্ক:
https://www.facebook.com/profile.php

September 23, 2021