Today we have joined in the “ 25th Earth Celebration’ in Sado Island. I am impressed to see cultural performance, social communication, and different type fashion and entertainment products’ in the fair. Sado’s celebration is famous for ‘Japanese Big Dram Performance’. Such kind big celebration generally has been arranged in weakened days that many people can enjoy. Japanese generally practices to join in public event all family members together. As there are number events in same day, parents join with priority of children selection. On the eve of event, they generally take food in event place with cheers. Sado’s festival has been arranged in the sea bank of Ozo town.
আজ আর্থ সেলিব্রেশন মেলাতে গিয়েছিলাম । এই মেলাটি প্রতিবছরই সাদোতে আয়োজন করা হয়। আজকের আয়োজন পশ্চিশবর্ষ তম। জাপানী ড্রাম বাজনার জন্য এই মেলা বিখ্যাত । জাপানের প্রত্যেক প্রদেশেই এধরনের অনুষ্ঠান আয়োজিত হয়। ঋতুবেদে আয়োজন, খারার, ফ্যাশন ভিন্ন হয়ে থাকে। পোষাক আশাক, খেলনা ও শখের জিনিষের পাশাপাশি নানান জাতের খাবার বিক্রি জাপানী মেলার ধর্ম। যেহেতু মেলাতে মজার মজার খাবার পা্ওয়া যায়, তাই জাপানীরা মেলায় যা্ওয়া উপল্যে সেইবেলায় বাড়ীতে খাবার আয়োজন করে না। পরিবারের সবাই মিলে মেলা দেখে, গান-বাজনা উপভোগ করে আর আনন্দের সাথে সবাই মিলে খারার খায়। সাডো দ্বীপের আর্থ সেলিব্রেশন মেলাতে ্ওজো শহরের সমুদ্র উপকুলে হয়ে থাকে। দেশ-বিদেশের নানান জিনিষের পাশাপাশি অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদশিত হয়। অনেক শিল্পী পর্যটক এতে যোগদান করেন।