আমার ধর্মপ্রেম! আমার গীতাপ্রেম!
গীতা The Gita

ছোটবেলা থেকেই আমি ধর্মগ্রন্থ গুলো শুধু পড়া নয়- মানারও চেষ্টা করি। আমি প্রধান প্রধান ধর্মগুলোর গ্রন্থ পড়েছি, সংগ্রহে আছে। সময় পেলেই আচার-সংস্কারের উর্ধে পড়ি, শান্তি পাই আজো। এই লেখাপড়া আমাকে আজ সর্বধর্মবাদী করেছে, সৃজনশীল মানুষ করেছে! নীতিবাদি মানুষ হতে সহযোগীতা করে! সবধর্ম মিলনে উৎসাহিত করে!

বাংলাদেশ জাপান দুই দেশেই- আমার বুকসেলফে কোরআন, গীতা, উপনিষদ, ত্রিপিটক, বাইবেল, ডিভাইন প্রিন্সিপাল, গীতাঞ্জলি, লালন সমগ্র, রুমি কালেকশন, টাও, জেন, ওয়ার্ল্ড স্ক্রিপচার সহ অসংখ‍্য ভাববাদী বই সাজানো থাকে সবসময়ই! মন চা্ইলে্ই পড়ি। এতসব গন্হের মাঝে, ছোট গীতা বইটি আমার প্রিয়। আমাকে সহজে কষ্ট থেকে রক্ষা করে, শান্তি ও সন্তুস্টির পথ দেখায়!

পরে একদিন ১৯৯৬ সালে ঠাকুরগাঁয়ে গাছে উঠে মুসলমানের পোলার গীতা পড়ার স্মৃতি , ১৯৯৮-৯৯ সালে জামালপুর আর টাঙ্গাইলে স্বর্ণকারের দোকানে বসে প্রতিদিন গীতাসার পোষ্টার পড়ার স্মৃতি, শেয়ার করবো।

স্কুলে স্বরস্বতি পুঁজো বই পিওরিফিকেশন, নাড়ু-লাবড়া খাওয়া, ভা্ই ফোঁটা দেয়া, মুক্তাগাছার ৫৬ পহর মাঠে নিয়মিত কৃর্তীন শোনার স্মৃতি অনন‍্য!

আপাতত এই সরাংশটা পোষ্ট করলাম! আশাকরি ধর্মাচারের প্রিজোডিসের উর্ধ্বে, মুক্তমন নিয়ে পড়লে সবাই শান্তি পাবেন।

February 5, 2020