বাংলা ভাষায় বিজ্ঞান চচ্চর্া

SatyenBose

“যাঁরা বলেন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা হয় না, তাঁরা হয় বাংলা জানেন না, নয় বিজ্ঞান বোঝেন না।” কথাটি আমার না – বিশ্বখ‍্যাত বাঙালী পদাথর্ বিজ্ঞানী ‘সত‍্যেন্দ্রনাথ বসুর !
 
আমি প্রথম থেকেই বিজ্ঞানের ছাত্র ও বিজ্ঞান আমার প্রিয়। সেই সূত্রেই স্কুল জীবন থেকেই সত‍্যেন্দ্রনাথ বসু ভক্ত! তার বাণী ও কাজের প্রতি আজো আমার শ্রদ্ধা অটুট। আমার বিষয় – ‘ভু-তত্ত্বের’ বাংলায় বই না থাকার কারণে, আমি বিশ্ববিদ‍্যালয়ে ইংরেজীতে বিজ্ঞান অধ‍্যায়ন করতে বাধ‍্য হয়েছিলাম। হঠাৎ করে বাংলা মিডিয়াম থেকে ইংরেজী মিডিয়ামে পড়তে গিয়ে আমাকে অনেক ধকল পোহাতে হয়েছিল। বিজ্ঞান বুঝার চেয়ে, ইংরেজী রপ্ত করতে আমাকে অনেক বেশী সময় দিতে হয়েছিল। প্রথম বছরটা পরীক্ষায় কম নম্বর পেয়েছিলাম! ফলশ্রুতিতে – পি্রয় বিষয় ভূত্ত্বের প্রতি টান একটু হলেও কমে গিয়েছিল।
 
বিশ্ববিদ‍্যালয় শেষে – বিভিন্ন দেশ ঘুরে বুঝতে পেড়েছি; অযথা বাংলাদেশে ইংরেজীতে বিজ্ঞান পড়ানো হয়। এতে না হয় বিজ্ঞান চচ্চর্া , না হয় ইংরেজী চচ্চার্! একজন জাপানী, ফরাসী, জামর্ান, ডাচ, ইংরেজ, এরাবিয়ান, চাইনিজ প্রমুখ সবাই – যদি নিজ ভাষায় জ্ঞান-বিজ্ঞান চচ্চর্া করতে পারে, তবে আমরা কেন বাংলায় পারি না? আমাদের দেশে এত বিদেশ প্রেম কেন? এই প্রেম ত‍্যাগ না করতে পারলে – নিজের পায়ে ‘আস্থা ও সম্মানের সাথে’ দাঁড়ানো মুস্কিল! তাছাড়া – বিদেশ প্রেমের কারণে – মেধা পাচারের উৎসব বন্ধ করা আরো কষ্টসাধ‍্য হবে!
 
বেশী বেতন ও সুখের কথা বলে যারা বিদেশে আসতে একপায়ে খাড়া, তারা কিন্তু বিদেশ এসে অন‍্য কথা বলে! সবসময় গুণগুণ করে গায় – ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রাণী সে যে আমার জন্মভুমি!…” সম্প্রতি আমি বিভিন্ন দেশে দেশান্তরি হওয়া কয়েকজন প্রবাসী বন্ধুর সঙ্গে কথা বলেছি, সবাই বলেছে – কি আরামেই না ছিলাম দেশে! দোস্ত দৌড়ের উপর থাকি এখানে! এখন বাংলাদেশেই ভালো রোজগার করা যায়!…
May 19, 2016