Ashar Alo – Bengali Story | আশার আলো – বাংলা উপন‍্যাস

তরুণ কৃষিবিজ্ঞানী সাগরের বর্তমান চর্চা, রত্নার জীবন স্বপ্ন, বাবার মরমী দর্শন,ভালোবাসার সংগ্রাম ও টানাপোড়ন নিয়ে লেখা এই উপন্যাসটি আশাকরি সবার ভালো লাগবে।

মূল উপন্যাসটি প্রথম লেখা হয়েছিল বিশ বছর পূবে,১৯৯১ সার্লে। আমি তখন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করি। এরশাদ বিরোধী অন্দোলনের সময় প্রায়ই বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়া হতো। এই বাধ্যতামূলক ছুটিকে কাজে লাগিয়ে এই উপন্যাসটি লিখেছিলাম। প্রকাশকদের মন কাড়ার জন্য টাইপরাইটারে টাইপ করিয়েছিলাম। অনেকগুলো বছর কেটে গেলেও উপন্যাসটির আবেদন একটুও কমেনি, বরং বেড়েছে। এই জন্যই উপন্যাসটি প্রকাশের উদ্যোগ নিয়েছি।

এই উপন্যাসের প্রতিটি চরিত্র কাল্পনিক! কিন্তু বাস্তবতার সাথে মিলের কারণে সত্য মনে হতে পারে। দার্শনিক চিন্তাগুলোও নতুন, প্রচলিত ধারা থেকে একটু ভিন্ন। ভালোবাসা, আদর্শ ও দর্শনের প্রতি সৃজনশীল দৃষ্টি বাড়ানোর একটি উদ্দেশ্য এই উপন্যাসটি আছে। কোন ব্যক্তিকে বা বিশ্বাসকে হেয় বা প্রচার করার এই উপন্যাটি লেখা হয়নি। এই উপন্যাটি পড়ে যদি কেউ ভালোবাসাকে রুমান্টিকতার বাইরে দেখতে পান, তবে আমি আনন্দিত হবো।

লেখক পরিচিতি:
একাত্তর সালের পহেলা সেপ্টেম্বর, ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় আমার জন্ম। অধ্যয়ন করেছি মুক্তাগাছার নবারুণ বিদ্যানিকেতন, শহীদ স্মৃতি সরকারি কলেজ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভূতাত্তি্বক বিজ্ঞানে। লেখাপড়া শেষে মাল্টিমিডিয়াতে পেশাগড়ায় রাত-দিন ব্যস্ত থাকায় বাংলায় লেখালেখি একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল । আমার বিশ্ববিদ্যালয় পাসের সময় দেশে অনেকগুলো গ্যাসক্ষেত্র আবিষকৃত হয়। বন্ধুরা প্রায় সবাই তেল-গ্যাস কোম্পানির পিছু ছুটলেও, তারুণ্যের প্রতিবাদ হিসেবে, আমি বহুজাতিক তেল গ্যাস কোম্পানি আর্কষণীয় বেতনের চাকুরিতে যোগদান করিনি। স্বাধীনতা, সুখ আর ভালোবাসা খুঁজতে খুঁজতে আজ মাল্টিমিডিয়া ডিজাইনার ও ডকুমেন্টারী পরিচালক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছি। প্রোডাকশনের পাশাপাশি আমি মাঝে মাঝে বিশ্ববিদ্যালয়ে পড়াই। পেশার খাতিরে দীর্ঘদিন ইন্টারনেটে ইংরেজিতে লিখেছি। কিন্তু নিজ ভাষায় লেখালেখির যে আনন্দ, তা পাইনি। লেখালেখির মাধ্যমে আমার জীবন-দর্শন ও স্বপ্নগুলোকে প্রাণ দিতে চাই। সেজন্যই আবার বাংলাভাষায় লেখালেখি শুরু করেছি।

প্রকাশ : একুশে বইমেলা ২০১২
মূল্য : ১০০ টাকা
প্রকাশক : রঙিন ফুল
৪৫ বাংলাবাজার, ঢাকা-১১০০

Note: My book ( upponash) ‘Ashar Alo’ is going to publish in this Ekushey Book Fair soon which I wrote during my university life on 1991-1093. Hope you reader will enjoy it. The book now available in online.

February 1, 2012