জাপানি জামাই আদর

( Peach / Momo from Fukushima )

গতকাল ফুকুসিমা থেকে আমার শfশুড়ি গরমে জামাই আদরের অংশ হিসাবে এক বক্স পিচফল পাঠিয়েছেন। পিচ জাপানে মম নামে পরিচিত।

গ্রীম্মে জামাইকে আম-কাঁঠালের দাওয়াত দেয়া; জামাই শশুর বাড়ি গেলে পোলাও আর ঝাল মাংস খাইয়ে ঘামিয়ে ফেলা, পাশ থেকে মেয়ে-শাশুড়ী দুইজনেই বিছুন (পাখা) দিয়ে জামাকে বাতাস দেয়ার বাংলাদেশের মত রীতি এখানে নেই । তবে ঋতু অনুযায়ী উপহার পাঠানোর রীতি আছে।

আমার শাশুড়ি জানেন – ফল আমার পছন্দ । তাই প্রতি ঋতুতেই মিষ্টি ফলের বক্স পাঠান। মমগুলো সত‍্যিই মজার ছিল। খেয়ে গরমে ক্লান্ত হৃদয় ঠান্ডা হয়েছে।

বলতে দ্বিধা নেই
– শুশুর বাড়ি জিন্দাবাদ!

 

August 24, 2017