জাতীয় পরিচয় পত্র প্রসঙ্গে আমার মত

পৃথিবীর সমস্ত উন্নত রাষ্ট্রের মতো এই পরিচয়পত্রকে ভোটারের পাশাপাশি সমস্ত পরিচয়, এমনকি নাগরিক পরিচয় পত্র হিসাবে প্রদান করা যেতে পারে, যাতে ডিজিটাল চীপস্ থাকবে ! জাতীয় ডাটাবেসে এটা লিংক থাকলে সকল নাগরিকের ইনফরমেশন সহজে জানা যাবে! যাদের এটা থাকবে না, তারা বাংলাদেশের নাগরিক নন বলে ধরা যেতে পারে! এর ফলে কেউ সুকাজ, বা কুকাজ করলে সহজে জানা যাবে! চুরি, ডাকাতি, বদমাসী এমনকি দূনীতি সহজে ধরা যাবে! কেউ রোহিঙ্গ, কে সন্ত্রাসী, কে ইন্ডিয়ান, কে কিভাবে টাকা আয় করছে, খরচ করছে সহজে জানার পাশাপাশি অপরাধ দমন, মানবাধীকার নিশ্চিত ও গনতন্ত্র সহজে প্রাতিষ্ঠানিক রূপ লাভ করতে পারে।

October 21, 2012