বউ পিটানো

‘বউ পিটানো’, ভুলেও এ অপকর্মটি কেউ করবেন কেন। বউ কেন, নিজের ছেলে-মেয়েকেও শারীরিক ও মানসিক ভাবে আঘাত করা যাবে না। হইা আইনত দন্ডনীয়, অমানবিক । আপনার কামাই খায় বলে, পড়ে বলে পার পাবেন না – সঠিক আইনে নিশ্চিত জেল-ফাসে হয়ে যেতে পারে।

বাংলাদেশে আইন তো আছে; আমরা মানবো কি, অধিকাংশ মানুষ তো জানেই না ! ঘোরের মধ‍্যে থাকি! যা একেবারেই কাম‍্য না!

নিজের সম্মান, সভ‍্যতা, শান্তি ও সময় রক্ষার জন‍্য বলছি – পোষ‍্যদেরকে পোষা-পশু মনে করবেন না। যে যেমন কারে দাস নন, আপনি কেউ কারো মালিকও নন! সবাই স্বাধীন ও মর্যাদাশীল মানুষ। নিজের মতো সম্মান দিন, ভালোবাসার সাথী মনে করুন! ভিন্নমত বা গেঞ্জাম মনে হলে, শান্ত হয়ে মুক্তভাবে আলোচনা করুন। সমাধান আসবে।

একে অন‍্যের পক্ষে থাকলে, সহযোগীতা করলে, শান্তি আর ভালোবাসায় জীবন ভরে যাবে।

বি.দ্র.: ‘নিজের বউকেই তো মারছি!’এ বিষয়ে প্রথম আলোতে প্রকাশিত একটি প্রবন্ধ পড়ুন ..

July 20, 2017