জয়ের সহজ পথ – শত্রুর হৃদয় জয়

আমাদের চারদিকে অনেক বন্ধু যেমন আছে, শত্রুও তেমনই আছে। সঠিকভাবে শত্রু ও বন্ধু সনাক্ত করতে না পারলে চলার পথ কষ্ট থেকে আরও কষ্টকর হয়। উন্নতি করতে গেলে শত্রুকে জয় করতে হয়। শত্রুকে ঘৃণা করে, শত্রুর সঙ্গে বিেরাধ করে সাফল‍্য অর্জন কষ্টকর! নিজের পথ সুগম করার জন‍্য চাই – ‘শত্রুর হৃদয় জয়’! আর এর প্রথম ও শ্রেষ্ট উপায় – শত্রুকে ভালবাসা ও সেবা করা; যতক্ষন না পর্যন্ত শত্রু বলে – ‘তুমি আসলেই আমার বন্ধু!’ শক্রকে বন্ধু বানাতে পারলে বন্ধুর সংখ‍্যা বাড়ে, উন্নতির সম্ভাবনা স্পষ্ট হয়!

দৃশ‍্যমান শত্রুর পাশাপাশি প্রতিটি মানুষের রয়েছে অদৃশ‍্য শত্রু ! অদৃশ‍্য শত্রুর প্রধান – নিজেই নিজের! এটা বুঝা ও মানার জন‍্য চাই – মুক্তমন নিয়ে নিজেকে বিশ্লেষন করা, জানা ও মানা ! যে মানুষ নিজেই নিজের অজান্তে আছর করা – শত্রুর মুল েহাতা  ‘পূর্ব-ধারণা অথর্াৎ কুসংস্কার’ ‘ থেকে তাড়াতাড়ি নিজেকে মুক্ত করতে পারে, সে তত দ্রুত মুক্ত হয়, উন্নতি করে, বেশী শান্তিতে থাকে!

March 11, 2015