আমার কুতুবগিরি!

২০-২৫ বছর আগে, ছাত্র জীবনে সুন্দরী সহপাঠী ও জুনিয়ারদের দেখলে, প্রেমে পড়ার ভয়ে আমার হাত-পা কাঁপতো! অনেক দূর দিয়ে হাটতাম! লুকিয়ে লুকিয়ে কবি কবি ভাব নিয়ে দেখতাম! ভাবখানা ছিল- নারীসঙ্গ সর্বনাশ! স্বরচিত আমার সেই রম‍্য নাটক, লাজুক ও অন্তমুখী চরিত্রে বন্ধুরা হাসতো! এখন আমি হাসি- অনেক জটিল কুতুব ছিলাম।

দিনের সাথে সাথে, আমার সেই কুতুবগিরি চলে গেছে। দেশ-বিদেশের ভিন্ন কালচারের প্রতি ভালোবাসা, নানান জাতের মানুষ সাথে বন্ধুত্ব আমাকে মানুষ করেছে! হাত-পায়ের কাঁপেনি থামিয়েছে! কিন্তু হৃদয়ের কাঁপনি কি থেমেছে? এবার রিইউনিয়নে জাহাঙ্গীরনগরের ক‍্যম্পাসে অনেক পরিচিতাদের দেখা হলো, কথা হলো, ছবি তুললাম! কিন্তু হাত কাঁপেনি!

“যৌবনে “আমি আপনার প্রেমে পড়েছিলাম।..” কপোট্রনিক প্রেমিকাদের একথা বলতে চেয়েও বললাম না! অনুমতির পর, ভালোবাসা মাখা ছবি তোলা দেখে এই পরিচিতা দু’জন হাসিলো । তাদের রহস‍্যময় হাসিতে, আমার বুকের ভেতর কেমন যেন একটা মোচড় দিয়েছিল!…

January 17, 2017