মানবাধীকার কি? আসুন আবার দেখি, আবার বুঝি!
মানবাধীকার জিনিষটা কিন্তু মারামারি-ধরাধরি, থানা-পুলিশি, উকিল-আদালত না ! এটা যারা ভাবেন তাদের ধারনা ভুল। মানোধীকার প্রয়োগ না হলে, যেকোন দেশের, যে কোন সমাজের, ধনী-গরীব, শিক্ষিত-অশিক্ষিত, সাদা-কালো যে কারে জীবন দুঃখ ভারাক্রান্ত ভীবিষীকারময় হয়ে যেতে পারে, যে কোন সময়। এমনকি একটি দেশের রথি-মহারথির’ও! ইতিহাসে এমন উদাহরণ অনেক!
 
মানবাধীকার একটা সংস্কৃতি, একটি চর্চ্চা ও একটি সভ‍্যতার ফল! যার শুরু হয় আপনার-আমার প্রতিদিনের ব‍্যক্তিগত জীবন যাপন ও দৃষ্টিভঙ্গি থেকে। পরিবার থেকে! আশে-পাশের মানুষের সম্পর্কগুলো থেকে!
 
জাতীসংঘ প্রনীত বিশ্ব মানবাধীকারের ৩০টি অধ‍্যাদেশের উপর এই ভিডিওটি দেখলে বুঝা যায় – আমারা প্রতিদিন কি করছি, কত ভাবেই না নিজেকে হেয় করছি, অন‍্যের অধিকার জেনে-নাজেনে হরণ করছি!
 

আসুন ভিডিওটি দেখি। সচেতন হই, অন‍্যেকে সচেতন করি! প্রতিদিনের ভুল চর্চ্চাগুলে বদলে দেই! একটি সুন্দর সমাজ ও দেশ গড়ি!

( Human Rights Recap! Video with human rights storytelling! It is needed to know for all, today and now. )

September 7, 2017