এসো হে নারী সমতার পথে।

‘নূপুর নয়, তরুনাস্থির ঝনকার বাজানোর সময় এসেছে নারীর”

পুরুষের সমান শক্তি, সার্মথ‍্য ও যোগ‍্যতার জন‍্য জাপানী নারীদের মত বাংলার নারীরা যদি আস্থার সাথে সব কাজ করে; অর্থ ও ক্ষমতার সাথে সাথে সমতা আসবেই। জাপানের প্রায় সব নারীই শরীর স্বাস্থ‍্য ও মনের সুস্থ‍তার জন‍্য নিয়মিত ব‍্যায়াম- অন্ততঃ খালি হাতের শরীর চর্চ্চা ‘রাজু টাইসো’ চর্চ্চা করতে ভুলে না । পোষাকও পড়ে হালকা, শরীর, সজ্জ্বা, ঋতু ও কাজ বান্ধব।

Exercise is the popular culture among to Japanese women and girls. They love it for good health, good mind, good spirit and BEAUTY as well.

March 8, 2017