চেয়ারম‍্যানের চেয়ার / Chair of Chairman
‘চেয়ার আমার সামনে নাকি তোমার পিছনে’ এই সূত্র যে বা যারা মিলিয়ে ফেলতে পারে তাদের জীবনের হিসাব বদলে যায়, বাস্তবতা পাল্টো যায়, অনেক দ্বন্দ্ব ও ঝামেলা জানালা দিয়ে পালায়।
 
স‍ত‍্যিই যে চেয়ারে বসে কথা বলে তার জন‍্য চেয়ার পিছনে, আর যে চেয়ারম‍্যানের সঙ্গে কথা বলে তার জন‍্য সামনে। যখন আমরা নিজের অবস্থান পরির্বতন করি তখন চেয়ারের অবস্থানও বদলে যায়।
 
এসো চেয়ারের অবস্থান বুঝি; জীবন, পরিবাবার ও সমাজ দ্বন্দ মুক্ত করে শান্তিতে টইটুম্বর করে ফেলি!
 
The position of chair for the subject is on the back. In the same reality for the object is on the front! If one changes the position, the position of the chair also changed together with the view! If one can understand this norm, the problem of conflicts solves easily.
 
But we don’t want or can not change our position mostly for the ego! Let be ego free creative and solve your problems within a moment without any monetary investment. It’s free and depends on your choice.
 
I AM OK, YOU ARE OK!
 
 
August 18, 2017