যখন আমার দামী ক‍্যামেরা ছিল না

২০০৫ সালে, যখন আমার প্রফেশনাল ক‍্যামেরা ছিল না, তখন এই ‘কীর্তন (Kirton)’ ওয়েব ভিডিওটা বানিয়ে ছিলাম।
( Kirton, the Bengali mystical performance. I made this video on 2005 with my small CDCam digital camera. )
——–

২০০৩ সালের কথা! নন-এইচডি’র যুগে জাপান থেইক‍্যা, বউয়ের মাধ‍্যমে একটা ‘সিডিক‍্যাম’ ডিজিট‍্যাল নিয়ে ছিলাম। হেইডা দিয়া ছবি তুললাম আর কইতাম,

– আমি ডিজিট‍্যাল ফটোগ্রাফার, ডকুমেন্টারী ফ্লিম মেকিং করি! ভিডিও-ফটো দিয়া সমাজ পাল্টাইয়া দিমু! ওয়েব ভিডিও তে আমি বাংলাদেশে পাইয়োনিয়র!..

সবাই যখন আমার অহঙ্কারে তাকাইয়া থাকতো, তখন আরো কইতাম,

– এইডা আধুনিক ডিজিট‍্যাল ক‍্যামেরা, সবার নাই। সরাসরি সিডিতে রাইট হয়! বাংলাদেশে কয়েকজনের আছে মাত্র, তার মধ‍্যে আমি একজন!…

২০০৫ সালে, ইউটিউব-ভিমিও এর প্রতাপ ছিল না ! উন্নয়নটিভি ও উন্নয়ন নিউজ নামে আমার ওয়েবসাইট ছিল । সাইট দুইটাতে ভিডিও ব্লগিং করতাম! ইন্টারনেটে ধীর গতির বারোটার জন‍্য কম্প্রোশ করতে করতে ভিডিও কুয়াটিলির বারোটা বেজে যেত। তখন ১০ মেগার ফাইলও আপলোড করতেও যে কষ্ট হইতো, এখন তা ১০ গিগাতেও হয় না!

টকেনোলজি পাল্টে গেলেও, মনে হচ্ছে – আগের কাজ গুলোতে ভালোবাসা ও আনন্দ ছিল অনেক।

২০০৮ সালে ইউটিউভে আপলোডের পর থেকে, প্রায় নব্বই হাজার (89,827) মানুষ এই ভিডিওটা দেখেছে, জেনে খুব ভালো লাগছে।

———-
Related links

যখন আমার দামী ক‍্যামেরা ছিল না

Kirton – কীর্তন

August 25, 2017